ঢাকা, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

আইপিএল মঞ্চে বাংলাদেশের সাত ক্রিকেটার

২০২৫ ডিসেম্বর ০৯ ১১:২৩:২৮
আইপিএল মঞ্চে বাংলাদেশের সাত ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে আইপিএল নিলাম, যেখানে প্রাথমিকভাবে নিবন্ধন করা হাজারেরও বেশি ক্রিকেটারের তালিকা থেকে ছাঁটাই করে এখন রাখা হয়েছে মোট ৩৫০ জনকে। বিসিসিআই প্রকাশিত এই সংক্ষিপ্ত তালিকায় ৭ জন বাংলাদেশি ক্রিকেটার জায়গা পেয়েছেন।

নতুন তালিকায় ভারতীয় ক্রিকেটারের সংখ্যা ২৪০, আর বিদেশি খেলোয়াড় ১১০ জন। বাংলাদেশ থেকে যাদের নাম রয়েছে, তারা হলেন— মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, রাকিবুল হাসান ও শরিফুল ইসলাম।

এবারের নিলামে বেশ কিছু নতুন নাম যুক্ত হয়েছে, যাদের মধ্যে রয়েছেন শ্রীলঙ্কার ত্রাভিন ম্যাথু, বিনুরা ফার্নান্দো, কুশল পেরেরা ও দুনিথ ভেল্লালাগে। তারা প্রাথমিক তালিকায় না থাকলেও পরবর্তী পর্যায়ে ৩৫ জন নতুন ক্রিকেটারের সঙ্গে অন্তর্ভুক্ত হন।

বিশেষ দৃষ্টি কাড়ছেন দক্ষিণ আফ্রিকার তারকা কুইন্টন ডি কক। এক ফ্র্যাঞ্চাইজির সুপারিশে তার নামও অতিরিক্ত তালিকায় যুক্ত হয়। এবারের নিলামে তার বেস প্রাইস নির্ধারণ করা হয়েছে ১ কোটি রুপি, যা আগের মেগা নিলামের অর্ধেক। গতবার কলকাতা নাইট রাইডার্স তাকে ২ কোটি রুপিতে দলে নিলেও দুর্বল মৌসুম কাটানোর কারণে তাকে ছেড়ে দেয়।

তবু ডি কককে ঘিরে নতুন করে আগ্রহ সৃষ্টি হওয়া অস্বাভাবিক নয়। আন্তর্জাতিক অবসর থেকে সরে এসে দারুণ ছন্দে ফিরেছেন তিনি। ভারতের বিপক্ষে বিশাখাপত্তমে শেষ ওয়ানডেতে সেঞ্চুরি করে আবারও আলোচনায় আসেন এই উইকেটকিপার–ব্যাটার। এবারের নিলামে উইকেটকিপার/ব্যাটার ক্যাটাগরির তৃতীয় স্লটে রাখা হয়েছে তাকে।

বিসিসিআই জানায়, নিলাম শুরু হবে ক্যাপড ক্রিকেটারদের দিয়ে— ব্যাটার, অলরাউন্ডার, উইকেটকিপার/ব্যাটার, ফাস্ট বোলার ও স্পিনার ক্যাটাগরিতে। এরপর পরপর তোলা হবে আনক্যাপডদের নাম।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে