ঢাকা, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
Sharenews24

যুক্তরাজ্যের জাদুঘর থেকে এক রাতে উধাও ৬০০ নিদর্শন

২০২৫ ডিসেম্বর ১২ ১০:৩৬:৪০
যুক্তরাজ্যের জাদুঘর থেকে এক রাতে উধাও ৬০০ নিদর্শন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর ব্রিস্টলের একটি জাদুঘর থেকে ৬০০–এরও বেশি শিল্পকর্ম রহস্যজনকভাবে চুরি হয়ে গেছে। রাজপরিবার, ব্রিটিশ সাম্রাজ্য এবং কমনওয়েলথভুক্ত নানা দেশের ইতিহাসের সঙ্গে সংশ্লিষ্ট মূল্যবান এসব সংগ্রহশালার শিল্পকর্ম নিখোঁজ হওয়ার ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

ব্রিটিশ গণমাধ্যমগুলো জানিয়েছে, ব্রিস্টল পুলিশের উদ্ধৃতি দিয়ে গত বৃহস্পতিবার ঘটনাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। পুলিশ বলেছে, চুরি হওয়া প্রতিটি শিল্পকর্মের রয়েছে ‘গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক মূল্য’। সন্দেহভাজন চার ব্যক্তির ছবি প্রকাশ করে তাদের শনাক্তে জনগণের সহযোগিতাও চেয়েছে কর্তৃপক্ষ।

ঘটনাটি ঘটেছে প্রায় আড়াই মাস আগে—২৫ সেপ্টেম্বর। তবে এত দীর্ঘ সময় চুরি গোপন রাখার কারণ কী, সে বিষয়ে জাদুঘর কর্তৃপক্ষ বা পুলিশ কেউই এখনও কোনো মন্তব্য করেনি। এতে স্থানীয়দের মধ্যেও প্রশ্নের জন্ম দিয়েছে।

ব্রিস্টল সিটি কাউন্সিলের সংস্কৃতি ও সৃজনশীল শিল্প বিভাগের প্রধান ফিলিপ ওয়াকার জানিয়েছেন, চুরি যাওয়া জিনিসপত্রের মধ্যে রয়েছে মেডেল, ব্যাজ, পিন, নেকলেস, ব্রেসলেট, আংটি, হাতির দাঁতে খোদাই করা নিদর্শন, রুপা-ব্রোঞ্জের মূর্তি, গৃহসজ্জার সামগ্রী এবং ভূতাত্ত্বিক বিভিন্ন নমুনা। তার ভাষায়, শিল্পকর্মগুলো ২০০ বছরের ব্রিটিশ সাম্রাজ্য ও সংশ্লিষ্ট ইতিহাসের জীবন্ত দলিল।

ওয়াকার আরও বলেন, “এই শিল্পকর্মগুলোর সঙ্গে যুক্ত রয়েছে ব্রিটিশ সাম্রাজ্য গঠনে অবদান রাখা ব্যক্তিদের স্মৃতি, আবার সাম্রাজ্যের হাতে নিপীড়িত বিভিন্ন জাতির ইতিহাসও। বিশ্বজুড়ে বহু দেশের অতীতের অমূল্য রেকর্ড ছিল এসব সংগ্রহে।”

জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্ত ড্যান বার্গান এএফপিকে বলেছেন, “এটা ব্রিস্টলের সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বড় ক্ষতি। অনেক শিল্পকর্মই ছিল বিভিন্ন দেশের অভিজাতদের দান করা মূল্যবান নিদর্শন। এগুলোর অনেকগুলোই আমাদের সমষ্টিগত ইতিহাসের প্রতীক বহন করে।”

তিনি বলেন, এখন পর্যন্ত চারজন সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের ছবি প্রকাশ করা হয়েছে। জনগণের সক্রিয় সহযোগিতা পেলেই মামলার অগ্রগতি দ্রুত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে