ঢাকা, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
Sharenews24

নাম মাত্র মূল্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকেট বিক্রি শুরু

২০২৫ ডিসেম্বর ১২ ১০:২৯:১২
নাম মাত্র মূল্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকেট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকেট বিক্রি শুরু হয়ে গেছে প্রথম ধাপে। টুর্নামেন্টের শুরুতে এখনও প্রায় দুই মাস বাকি থাকলেও ১১ ডিসেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া ৭টা থেকে আইসিসির অফিসিয়াল টিকেটিং ওয়েবসাইটে টিকেট কেনার সুযোগ খুলে দেওয়া হয়।

ভারতের বিভিন্ন স্টেডিয়ামে গ্রুপ ম্যাচ দেখার জন্য সর্বনিম্ন টিকেট মূল্য রাখা হয়েছে ১০০ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৫ টাকা। অন্যদিকে শ্রীলঙ্কায় গ্রুপ ম্যাচের টিকেট শুরু হচ্ছে ১ হাজার শ্রীলঙ্কান রুপিতে। আইসিসি ধারণা করছে, এ আসরে ২০ লাখেরও বেশি টিকেট বিক্রি হতে পারে। প্রথম ধাপের পর খুব শিগগিরই দ্বিতীয় ধাপের টিকেট বিক্রিও শুরু হবে।

এবারের বিশ্বকাপে ‘সি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। লিটন দাস ও তানজিদ হাসানদের সঙ্গে একই গ্রুপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও নতুন মুখ ইতালি। উদ্বোধনী দিনেই কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে টাইগাররা।

কলকাতায় বাংলাদেশ পরবর্তী দুই ম্যাচ খেলবে ইতালি (৯ ফেব্রুয়ারি) ও ইংল্যান্ডের (১৪ ফেব্রুয়ারি) বিপক্ষে। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশের ম্যাচগুলোর টিকেট মূল্যও ধাপে ধাপে নির্ধারণ করা হয়েছে—ইতালি ও বাংলাদেশের ম্যাচ ১০০ রুপি, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে ৩০০ রুপি এবং নেপালের বিপক্ষে মুম্বাই ম্যাচের টিকেটের সর্বনিম্ন দাম ২৫০ রুপি।

৭ ফেব্রুয়ারি শুরু হওয়া মোট ৫৫ ম্যাচের এই আসর শেষ হবে ৮ মার্চ ফাইনালের মধ্য দিয়ে। ২০ দলের ম্যাচগুলো ভারত ও শ্রীলঙ্কার মোট আটটি ভেন্যুতে আয়োজন করা হবে। ভারতের ভেন্যুগুলোর মধ্যে রয়েছে নরেন্দ্র মোদি স্টেডিয়াম (আহমেদাবাদ), এমএ চিদাম্বারাম (চেন্নাই), আরুন জেটলি (দিল্লি), ওয়াংখেড়ে (মুম্বাই) ও ইডেন গার্ডেন্স (কলকাতা)। শ্রীলঙ্কায় ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আর প্রেমাদাস স্টেডিয়াম, সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ড ও পাল্লেকেলে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে