ঢাকা, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
Sharenews24

বিশ্ববাজারে সোনার দামে নতুন রেকর্ড

২০২৫ অক্টোবর ০৯ ০৭:৫২:২০
বিশ্ববাজারে সোনার দামে নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক : বিশ্ববাজারে আবারও নতুন উচ্চতায় পৌঁছেছে সোনার দাম। মঙ্গলবার (২ অক্টোবর), প্রতি আউন্স সোনার মূল্য দাঁড়ায় ৩,৫০৮.৫০ মার্কিন ডলার, যা ইতিহাসে সর্বোচ্চ। চলতি বছর সোনার দাম বেড়েছে ৩০ শতাংশের বেশি, যা বৈশ্বিক অর্থনীতিতে একটি নতুন মাইলফলক।

বিশ্লেষকদের মতে, মার্কিন ডলারের দুর্বলতা এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) আগামী সপ্তাহে সুদের হার কমাতে পারে—এই সম্ভাবনার কারণে বিনিয়োগকারীরা ব্যাপক হারে সোনার প্রতি ঝুঁকছেন।

ক্যাপিটাল ডটকমের বিশ্লেষক কাইল রড্ডা জানান, “দুর্বল অর্থনৈতিক পরিস্থিতি এবং সুদহার কমার সম্ভাবনা সোনাসহ অন্যান্য মূল্যবান ধাতুর বাজারে বড় ধরনের চাহিদা তৈরি করেছে।”

রড্ডা আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর ফেডের ওপর চাপ প্রয়োগ এবং এর স্বাধীনতা হরণমূলক বক্তব্য বিনিয়োগকারীদের মাঝে অনিশ্চয়তা তৈরি করেছে। এর ফলে ডলারের প্রতি আস্থা কমে গিয়ে সোনার দাম বেড়েছে।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক সাক্ষাৎকারে বলেন, “ফেড একটি স্বাধীন প্রতিষ্ঠান হলেও, কিছু ক্ষেত্রে তাদের সিদ্ধান্ত ভুল ছিল।” তিনি আরও দাবি করেন, যদি ফেড গভর্নর লিসা কুক এর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়, তাহলে প্রেসিডেন্টের তাকে বরখাস্ত করার সাংবিধানিক অধিকার রয়েছে।

CME FedWatch Tool অনুসারে, ১৭ অক্টোবর ফেডের এক-চতুর্থাংশ শতাংশ সুদহার কমানোর সম্ভাবনা ৯০ শতাংশ। অর্থনীতিবিদদের মতে, “সোনায় সরাসরি সুদ না থাকলেও, সুদহার কমলে সুদহীন সম্পদের প্রতি চাহিদা বাড়ে।”

মার্কিন ডলার বর্তমানে দেড় মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে রয়েছে, যা অন্যান্য দেশের ক্রেতাদের জন্য সোনাকে তুলনামূলক সস্তা করে তুলেছে। এতে বৈশ্বিক চাহিদা আরও বেড়েছে।

২০২৪ সালের মার্চ মাসে প্রথমবার সোনার দাম আউন্সপ্রতি ৩ হাজার ডলার ছাড়িয়ে যায়। সে সময় ট্রাম্প প্রশাসনের বাণিজ্যনীতি নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল। এরপর থেকে সোনার ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে, যা বর্তমানে নতুন রেকর্ড গড়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে