ঢাকা, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
Sharenews24

হুন্ডি চক্রে ব্যাংকের এমডি, সম্পদ ১০০ কোটির বেশি

২০২৫ অক্টোবর ০৮ ১১:৪৬:৪৯
হুন্ডি চক্রে ব্যাংকের এমডি, সম্পদ ১০০ কোটির বেশি

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলিস্তান ও হাতিরপুলের দুটি ছোট ইলেকট্রনিকস দোকান— এবি ইলেকট্রনিকস ও আনিরা ইন্টারন্যাশনাল—এর নামে ব্যাংকে প্রায় ৮০০ কোটি টাকার লেনদেন হয়েছে, যা সন্দেহজনক হুন্ডি কার্যক্রম হিসেবে চিহ্নিত করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

এই লেনদেনের পেছনে ছিলেন সাউথইস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম কামাল হোসেন। তিনি ও তাঁর পরিবারের নামে রয়েছে প্রায় ১০০ কোটি টাকার সম্পদ, যদিও আয়কর নথিতে দেখানো হয়েছে মাত্র ৩ কোটি টাকার সম্পদ।

বিএফআইইউর তদন্তে যা উঠে এসেছে:

• কামাল হোসেন ও তার পরিবারের নামে ৩৬৩টি ব্যাংক হিসাব,

• মোট লেনদেনের পরিমাণ ৯০২ কোটি টাকা,

• শেয়ারবাজার, ট্রেজারি বন্ড ও সঞ্চয়পত্রে বিপুল বিনিয়োগ,

• ইস্কাটন, পরীবাগ ও বসুন্ধরায় একাধিক বিলাসবহুল ফ্ল্যাট ও জমি,

• সন্তানদের নামে একাধিক অ্যাকাউন্টে শত কোটি টাকার লেনদেন।

• অভিযোগ: হুন্ডি, মানি লন্ডারিং, ঋণ দুর্নীতি, ঘুষ গ্রহণ, কর ফাঁকি এবং অবৈধ সম্পদ অর্জন।

কামাল হোসেন ও পরিবারের সব হিসাব জব্দ,২১ জুলাই দুদকে প্রতিবেদন জমা,দুদক তদন্ত টিম গঠন করেছে উপপরিচালক আজিজুল হকের নেতৃত্বে,বিদেশি সম্পদের খোঁজে যুক্তরাষ্ট্র ও পর্তুগালের এফআইইউতে চিঠি পাঠানো হয়েছে।

কামাল হোসেন অসুস্থতার অজুহাত দেখিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। আনিরা ইন্টারন্যাশনালের মালিক আশরাফ উদ্দীন ও এবি ইলেকট্রনিকসের মালিক আবু বকর সিদ্দিকও প্রশ্নের সঠিক উত্তর না দিয়ে এড়িয়ে গেছেন।

এমডি পদে থেকেও যদি হুন্ডি ও দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন, তা অত্যন্ত হতাশাজনক এবং গুরুতর অপরাধ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে