ঢাকা, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
Sharenews24

ভারতের নাগরিকদের জন্য বড় ধাক্কা

২০২৫ অক্টোবর ০৮ ১০:০৭:১৩
ভারতের নাগরিকদের জন্য বড় ধাক্কা

নিজস্ব প্রতিবেদক : বিবিসি প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কায়ার স্টারমার স্পষ্ট করে বলেছেন যে, ভারতের সঙ্গে সাম্প্রতিক বাণিজ্য চুক্তির সুবিধা থাকলেও, ভারতীয় নাগরিকদের জন্য ভিসা নীতিতে কোনো শিথিলতা আনা হচ্ছে না।

ভারত সফরের পথে বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “এটি ভিসার বিষয় নয়, এটি বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য, যুক্তরাজ্যে কর্মসংস্থান ও সমৃদ্ধির সঙ্গে সম্পর্কিত।”

প্রধানমন্ত্রী স্টারমার জানান, ভারতের সঙ্গে যে বহু বিলিয়ন পাউন্ডের বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে, তা দুই দেশের পণ্যের রপ্তানি খরচ কমাবে। উদাহরণস্বরূপ, যুক্তরাজ্যের গাড়ি ও হুইস্কি ভারতে এবং ভারতীয় টেক্সটাইল ও গহনা যুক্তরাজ্যে কম দামে রপ্তানি করা যাবে।

এই চুক্তির আওতায় স্বল্পমেয়াদী ভিসায় যুক্তরাজ্যে কর্মরত ভারতীয় নাগরিকদের তিন বছরের জন্য সামাজিক নিরাপত্তা কর থেকে ছাড় দেওয়া হয়েছে। তবে মন্ত্রীরা স্পষ্ট করেছেন, এটি স্থায়ী অভিবাসন বা ভিসা নীতির বড় পরিবর্তন নয়।

স্যার কায়ার স্টারমার স্পষ্ট করে বলেন, ভারতের জন্য নতুন কোনো ভিসা রুট চালুর পরিকল্পনা নেই। যদিও যুক্তরাজ্য বৈশ্বিক “শীর্ষ প্রতিভা” আকর্ষণ করতে চায়, তবুও এটি ভারতের জন্য আলাদা ভিসা সুবিধা দেওয়ার ইঙ্গিত নয়।

প্রধানমন্ত্রীর সঙ্গে সফররত প্রতিনিধি দলে রয়েছেন ১০০ জনেরও বেশি উদ্যোক্তা, সাংস্কৃতিক প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সফরকালে যুক্তরাজ্যের ব্রিটিশ এয়ারওয়েজ আগামী বছর হিথ্রো-দিল্লি রুটে তৃতীয় দৈনিক ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে। ম্যানচেস্টার-দিল্লি রুটেও সরাসরি ফ্লাইট চালু হচ্ছে।

দুই দিনের সফরে স্যার কায়ারের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। তবে সফরের আগে মোদির পক্ষ থেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর বিষয়টি ঘিরে বিতর্ক তৈরি হয়।

এ প্রসঙ্গে স্যার কায়ার বলেন, “আমি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা পাঠাইনি, আর পাঠাবও না। আমার মনে হয় না এটি কাউকে অবাক করবে।”

তিনি আরও জানান, যুক্তরাজ্য বর্তমানে ‘ছায়া ট্যাঙ্কার বহর’ বিষয়ে দৃষ্টি রাখছে—যার মাধ্যমে রাশিয়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে অপরিশোধিত তেল পরিবহন করছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে