ঢাকা, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
Sharenews24

এনসিপি নেতাদের টিভি মালিকানা নিয়ে মুখ খুললেন নুর

২০২৫ অক্টোবর ০৮ ১২:৪০:৪৭
এনসিপি নেতাদের টিভি মালিকানা নিয়ে মুখ খুললেন নুর

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার নামে সম্প্রতি দুটি নতুন টেলিভিশন চ্যানেলের লাইসেন্স প্রদান নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

একটি বেসরকারি টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "শুনেছি এনসিপির নেতাদের নামে দুটি গণমাধ্যমের অনুমোদন দেওয়া হয়েছে। আমি তাদের ভালোভাবেই চিনি—তারা নিজেদের পরিবার নিয়েই চলতে হিমশিম খান। কীভাবে তারা টেলিভিশনের মালিক হলেন, সেটাই এখন বড় প্রশ্ন।"

তিনি আরও বলেন, "আমি নিজে একটি দলের প্রধান, কিন্তু ৫ আগস্টের পরে আমার অবস্থান যেখানে ছিল, এখনও সেখানেই আছি। যারা এসব চ্যানেল পেয়েছেন, তাদের কেউ আগে ছোট পত্রিকায় চাকরি করতেন, কেউই মূলধারার গণমাধ্যমে ছিলেন না। এ ঘটনা থেকে সরকারের পক্ষপাতিত্ব ও অস্বচ্ছতার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।"

নুরুল হক নুর বলেন, “ওয়ান-ইলেভেনের সময় দুর্নীতির বিরুদ্ধে যেভাবে শুরুতে অ্যাকশন নেওয়া হয়েছিল, তা আমরা বর্তমান সরকার থেকে আশা করিনি। বরং আমরা দেখছি—গণমাধ্যম দখল, ভাগ-বাটোয়ারা, নিজের লোক বসানো ইত্যাদি পুরনো কায়দায় চলছে।”

তিনি দাবি করেন, ৫ আগস্টের পর অনেক গণমাধ্যম ‘দখল’ হয়েছে এবং নতুন চ্যানেল অনুমোদন সেই ধারাবাহিকতারই অংশ। “এই সরকারে যারা আছেন, তাদের এই কাজের দায় নিতে হবে,” বলেন তিনি।

গত মঙ্গলবার (৭ অক্টোবর) সরকার ‘নেক্সট টিভি’ ও ‘লাইভ টিভি’ নামে দুটি বেসরকারি টিভি চ্যানেলের অনুমোদন দেয়।

নেক্সট টিভি: লাইসেন্স পেয়েছেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন, যিনি আগে একটি ইংরেজি দৈনিকে স্টাফ রিপোর্টার ছিলেন।

লাইভ টিভি: লাইসেন্স পেয়েছেন আরিফুর রহমান নামের আরেকজন, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে সাংবাদিকতা করতেন এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য ছিলেন, যদিও এনসিপিতে যোগ দেননি।

এই বিষয়ে এনসিপি এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য দেয়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে