ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

নাহিদ-সারজিসদের টার্গেট উপদেষ্টা যারা

২০২৫ অক্টোবর ০৮ ১৪:০৫:০৬
নাহিদ-সারজিসদের টার্গেট উপদেষ্টা যারা

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সম্প্রতি কিছু উপদেষ্টার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন, তাঁদেরকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়েছেন এবং বলেছেন যে তাদের জন্য মৃত্যু ছাড়া আর কোনো 'সেফ এক্সিট' (নিরাপদ প্রস্থান) নেই। তাঁর এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ চ্যানেলগুলোতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

নাহিদ ইসলামকে বলতে দেখা যায়, যারা গণঅভ্যুত্থানের সঙ্গে প্রতারণা করেছে, তারা নিজেদের আখের গুছিয়েছে এবং দেশের মানুষের সামনে মুখ দেখাতে পারবে না। তিনি জোর দিয়ে বলেন যে, তারা পৃথিবীর যে প্রান্তেই যাক না কেন, বাংলাদেশের মানুষ তাদের ধরবে। নাহিদ অভিযোগ করেন যে, অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছে অথবা গণঅভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তিনি উল্লেখ করেন যে, ছাত্ররা উপদেষ্টা না হলে সরকার তিন মাসও টিকতো না, এবং উপদেষ্টাদের ভরসা করাটা ছিল তাদের সবচেয়ে বড় ভুল। তার মতে, এই উপদেষ্টারা দায়সারা দায়িত্ব নিয়ে নির্বাচনের মধ্য দিয়ে নিজেদের জন্য 'সেফ এক্সিট' নিতে চাইছে।

নাহিদ ইসলাম আরও বলেন, এত শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে যারা এটা করছে, তারা দেশের মানুষের সামনে মুখ দেখাতে পারবে না। মৃত্যু ছাড়া তাদের আর কোনো সেফ এক্সিট নেই।

নাহিদ ইসলামের এই বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। কেউ কেউ তার বক্তব্যকে সময়োপযোগী মন্তব্য হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এটিকে রাজনৈতিক নাটক হিসেবে আখ্যায়িত করছেন। দেশের বিভিন্ন নিউজ চ্যানেলও এ নিয়ে বিতর্ক ও বিশ্লেষণ প্রকাশ করেছে।

গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে উপদেষ্টাদের ভূমিকা নিয়ে নাহিদ ইসলামের এই বিস্ফোরক মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। তিনি ২১শে টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে উপদেষ্টাদের অনেকের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করে ফেলার কথা জানান এবং বলেন যে তারা নিজেদের 'সেফ এক্সিট'-এর কথা ভাবছে।

নাহিদ ইসলাম বলেন, সরকার আর ফ্যাসিবাদী বা লুটেরা বাহিনীতে পরিণত হবে না, বরং হবে জনগণের সেবক এবং তাদের জানমালের রক্ষণাবেক্ষণকারী। তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেন যে, ক্লিপটোক্রেসি (লুটপাটতন্ত্র) ও অটোক্রেসি (স্বৈরতন্ত্র) যেন আর কখনো ফিরে না আসে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে