ঢাকা, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
Sharenews24

এনবিআর সদস্যের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ

২০২৫ অক্টোবর ০৮ ১১:৩২:১৪
এনবিআর সদস্যের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : প্রায় ৫ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ৪ কোটি ৬০ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপ-পরিচালক মো. সাইদুজ্জামান মঙ্গলবার (৭ অক্টোবর) ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

এনবিআরের মুসক বাস্তবায়ন ও আইটি বিভাগের সদস্য হিসেবে দায়িত্বে থাকা বেলাল হোসাইন অতীতে পাবলিক সার্ভেন্ট হিসেবে কর্মরত থাকা অবস্থায়ই এই সম্পদ অর্জন করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এর আগে, চলতি বছরের ২ ফেব্রুয়ারি তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করে আদালত।

দুদক জানিয়েছে, তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২), ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে