ঢাকা, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
Sharenews24

টাইফয়েডের টিকা নিয়ে অভিভাবকদের জন্য বড় সুখবর

২০২৫ অক্টোবর ০৮ ১৮:৪৩:০৫
টাইফয়েডের টিকা নিয়ে অভিভাবকদের জন্য বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক : জন্মনিবন্ধন না থাকলেও টাইফয়েডের টিকা পাবে রাজধানীর শিশুরা। বুধবার (৮ অক্টোবর) গুলশান-২ এর নগর ভবনে এক সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) স্বাস্থ্য কর্মকর্তা মাহমুদা আলী এ তথ্য জানান।

তিনি বলেন, ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ডিএনসিসির ১০টি অঞ্চলে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন চলবে। এতে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ১২ লাখ শিশু-কিশোরকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মাহমুদা আলী বলেন,"বহু শিশুর জন্মনিবন্ধন এখনো হয়নি। এজন্য যেসব অভিভাবক নিবন্ধন করতে পারেননি, তারা শিশুদের নিয়ে সরাসরি নির্ধারিত টিকা কেন্দ্রে চলে যাবেন। সংশ্লিষ্ট কর্মীরা তথ্য নিয়ে হাতে-হাতেই টিকা কার্ড তৈরি করে দেবেন।"

তবে পার্থক্য হিসেবে, জন্মনিবন্ধন থাকলে: হলুদ রঙের টিকা সার্টিফিকেট

জন্মনিবন্ধন না থাকলে: সবুজ রঙের টিকা সার্টিফিকেট

টিকাদান ক্যাম্পেইনের সময়সূচি:

১. শিক্ষাপ্রতিষ্ঠানে:১২ - ৩০ অক্টোবর (শুধুমাত্র কার্যদিবসে)

২. স্থায়ী ইপিআই কেন্দ্রগুলোতে:১৩ অক্টোবর - ১৩ নভেম্বর (শুধু কার্যদিবসে)

৩. স্যাটেলাইট/আউটরিচ কেন্দ্রগুলোতে:১ - ১৩ নভেম্বর (শুধু কার্যদিবসে)

প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে টিকাদান কার্যক্রম।

ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী জানিয়েছেন, প্রতিটি টিমে থাকবে দুইজন টিকাদান কর্মী ও তিনজন স্বেচ্ছাসেবক।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে