ঢাকা, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
Sharenews24

যে কারণে চীনে চড়া দামে বিক্রি হচ্ছে হাতের কাটা নখ

২০২৫ অক্টোবর ০৮ ১৫:৫৫:১০
যে কারণে চীনে চড়া দামে বিক্রি হচ্ছে হাতের কাটা নখ

নিজস্ব প্রতিবেদক : নখ কেটে সাধারণত আমরা ফেলে দেই। কিন্তু চীনে সেই কাটা নখই বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২১ ডলারে!অবাক করা এই বাস্তবতা জানাচ্ছে দেশটির স্থানীয় গণমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

চীনের প্রাচীন ভেষজ চিকিৎসায় মানবনখকে বিশেষ উপাদান হিসেবে ব্যবহার করা হয়। বিশেষ করে শিশুদের পেটের সমস্যা, টনসিল কিংবা নানা হজম সংক্রান্ত রোগের চিকিৎসায় নখের গুঁড়া কার্যকর বলে বিশ্বাস করে দেশটির ঐতিহ্যবাহী চিকিৎসাশাস্ত্র।

স্থানীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো স্কুল ও গ্রামাঞ্চল থেকে কাটা নখ সংগ্রহ করে।এরপর সেগুলো ধুয়ে, শুকিয়ে, জীবাণুমুক্ত করে গুঁড়ো করা হয়—যা পরে ওষুধে মেশানো হয়।

বিশেষজ্ঞদের মতে, একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে প্রতি বছর গড়ে ১০০ গ্রাম নখ গজায়। এই সীমিত প্রাপ্যতার কারণেই বাজারে এর চাহিদা ও দাম দুটোই বেশি।

এক চীনা নারী গণমাধ্যমে জানান, তিনি শৈশব থেকেই অর্থের প্রয়োজনে নিজের নখ জমিয়ে রাখেন এবং এখন তা কেজিপ্রতি ২১ ডলারে বিক্রি করছেন।

এই ব্যবসায় ব্যবহারের জন্য শুধু হাতের নখই গ্রহণযোগ্য। পায়ের নখ নেওয়া হয় না।সবগুলো নখ সতর্কভাবে পরিদর্শন ও জীবাণুমুক্ত করার পরই ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়।

এই চর্চা একেবারে নতুন নয়। ১৯৬০-এর দশক থেকেই চীনের ভেষজ ওষুধে মানবনখ ব্যবহৃত হয়ে আসছে। তবে নেইল পলিশ জনপ্রিয় হওয়ার পর এর ব্যবহার কিছুটা কমে গেলেও, সাম্প্রতিক বছরগুলোতে এটি আবারও ফিরে এসেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর



রে