ঢাকা, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
Sharenews24

নাহিদের বক্তব্যে জবাব দিলেন রিজওয়ানা হাসান

২০২৫ অক্টোবর ০৮ ১৫:৩২:৪৭
নাহিদের বক্তব্যে জবাব দিলেন রিজওয়ানা হাসান

নিজস্ব প্রতিবেদক : দেশে বিভিন্ন সংকটের সময় কখনও পালিয়ে যাননি উল্লেখ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “আমি অতীতে ছিলাম, ভবিষ্যতেও এ দেশেই থাকব।”

বুধবার (৮ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, “আমাদের লক্ষ্য একটি স্বচ্ছ নির্বাচন। অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশনকে (ইসি) সর্বোচ্চ সহযোগিতা করবে।”

নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, “কোন দল নির্বাচনে অংশ নেবে, সেটা আইনি ও রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করে।”

সম্প্রতি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এক সাক্ষাৎকারে দাবি করেন, অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ‘লিয়াজোঁ’ করে ফেলেছেন এবং তারা ‘সেফ এক্সিট’ (নিরাপদ প্রস্থান) চাইছেন। তার জবাবে রিজওয়ানা বলেন, “এই কথার ব্যাখ্যা নাহিদ ইসলামকেই দিতে হবে—কারা সেই সেফ এক্সিট চায়।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে