ঢাকা, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
Sharenews24

পদত্যাগে বাধ্য করা শিক্ষকদের জন্য সুখবর

২০২৫ অক্টোবর ০৮ ০৯:২৯:২৪
পদত্যাগে বাধ্য করা শিক্ষকদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক : অবশেষে স্বস্তির খবর পেলেন জোরপূর্বক পদত্যাগে বাধ্য হওয়া এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তাদের বন্ধ থাকা বেতন-ভাতা চালুর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। মঙ্গলবার, ৭ অক্টোবর—উচ্চশিক্ষা অধিদপ্তরে পাঠানো এক অফিসিয়াল চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

জোর করে পদত্যাগ করানো অনেক শিক্ষকের তদন্ত চলমান, তবে তাদের অনেকের বেতন-ভাতা বন্ধ থাকায় তারা মানবেতর জীবন যাপন করছেন।

তদন্ত চলাকালীন সময়েও তাদের বেতন চালু রাখা প্রয়োজন—এমনটাই বলা হয়েছে চিঠিতে।এসব শিক্ষক-কর্মচারীদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (EFT) সিস্টেমে অন্তর্ভুক্ত করে বেতন চালুর নির্দেশ দেওয়া হয়েছে।কেউ বাধা দিলে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ রয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকার পতনের পর, দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে একাধিক শিক্ষক-অধ্যক্ষকে জোর করে পদত্যাগে বাধ্য করা হয়।এরপর থেকেই বহু শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ হয়ে যায়।

এর আগেও ২০২৫ সালের জানুয়ারিতে দুই দফা নির্দেশনা দিয়েছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ—তবে তার বাস্তবায়ন ছিল সীমিত।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে