ঢাকা, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
Sharenews24

সময় ফুরিয়ে আসছে, হজ নিবন্ধনে হালকা সাড়া

২০২৫ অক্টোবর ০৮ ১১:৩৫:০৫
সময় ফুরিয়ে আসছে, হজ নিবন্ধনে হালকা সাড়া

নিজস্ব প্রতিবেদক : ২০২৬ সালের হজের প্রাথমিক নিবন্ধনের সময়সীমা শেষ হতে বাকি মাত্র ৪ দিন। ১২ অক্টোবর পর্যন্ত নিবন্ধনের সুযোগ থাকলেও এখন পর্যন্ত মাত্র ৭,৯২১ জন হজযাত্রী প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করেছেন, যা মোট কোটা ১,২৭,১৯৮ জনের তুলনায় খুবই কম।

✅ সরকারি ব্যবস্থায় নিবন্ধন করেছেন: ১,৯৯৩ জন

✅ বেসরকারি ব্যবস্থায় নিবন্ধন করেছেন: ৫,৯২৮ জন

ধর্ম মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে—সময়সীমা আর বাড়ানো হবে না। সৌদি সরকারের রোডম্যাপ অনুযায়ী সময়মতো প্রক্রিয়া শেষ না হলে হজে গমন অনিশ্চিত হয়ে পড়বে।

হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়: ২৭ জুলাই ২০২৫

প্রাথমিক জমা: ৪ লাখ টাকা

চূড়ান্ত নিবন্ধনে দিতে হবে প্যাকেজভেদে বাকি অর্থ

হজের সম্ভাব্য তারিখ: ২৬ মে ২০২৬ (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)

সরকারি হজ প্যাকেজ ৩টি:

প্যাকেজ-০১ (বিশেষ): ৬,৯০,৫৯৭ টাকা

প্যাকেজ-০২ (সুলভ): ৫,৫৮,৮৮১ টাকা

প্যাকেজ-০৩ (সাশ্রয়ী): ৪,৬৭,১৬৭ টাকা

বেসরকারি প্যাকেজ: শুরু ৫,০৯,১৮৫ টাকা থেকে (এজেন্সি ভেদে পরিবর্তনযোগ্য)

এবার হজযাত্রীদের বিমান ভাড়াও কমানো হয়েছে — ১,৫৪,৮৩০ টাকা (গত বছর ছিল ১,৬৭,৮২০ টাকা)।

নিবন্ধনের মাধ্যম: www.hajj.gov.bd , লাব্বাইক অ্যাপ, ইসলামিক ফাউন্ডেশন অফিস, হজ অফিস, ইউডিসি

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে