ঢাকা, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
Sharenews24

শহিদুল আলম ও আটককৃতদের ভবিষ্যত জানাল ইসরায়েল

২০২৫ অক্টোবর ০৮ ১৪:১১:০৬
শহিদুল আলম ও আটককৃতদের ভবিষ্যত জানাল ইসরায়েল

নিজস্ব প্রতিবেদক : ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের গাজামুখী নৌবহরে ইসরায়েলি নৌবাহিনী অভিযান চালিয়ে কয়েকটি জাহাজ আটক করেছে এবং জাহাজগুলোতে থাকা কর্মী ও যাত্রীদের গ্রেপ্তার করে ইসরায়েলের একটি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে তেল আবিব। হামলার শুরু হয় বাংলাদেশের আলোকচিত্রী ও লেখক শহিদুল আলম থাকাকালীন জাহাজ ‘কনশেনস’–এ, যেখানে আনুসাঙ্গিক হিসেবে প্রায় ৯৩ জন সাংবাদিক, চিকিৎসক ও দলের সদস্য ছিলেন, জানায় ফ্রিডম ফ্লোটিলা। পরে আরও তিনটি ছোট নৌযানেও অভিযান চালিয়ে তাদেরও আটক করা হয়।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক পোস্টে বলেছে, নৌ-অবরোধ লঙ্ঘন ও যুদ্ধক্ষেত্রে প্রবেশের চেষ্টা আটক করা হয়েছে এবং আটককৃতরা নিরাপদ আছেন; তাদের দ্রুত দেশে পাঠানো হবে বলে জানানো হয়েছে। এ ঘটনায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তীব্র নিন্দা জানিয়ে মালয়েশীয় কর্মীদের অবিলম্বে মুক্তির দাবি করেছেন।

অন্যদিকে নিজের ভেরিফায়েড ফেসবুক ভিডিওবার্তায় বন্দিদশায় থাকাকালে শহিদুল আলম বলেছেন, “আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে” এবং বিশ্ববাসীকে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে আহ্বান করেছেন। ওই ভিডিওর কথা উল্লেখ করে ঘটনাবলীর স্বাধীন উৎসগুলো থেকে বিস্তারিত নিশ্চিতকরণ ও আটককৃতদের পরিচয় যাচাই প্রক্রিয়া চলছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে