ঢাকা, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
Sharenews24

ইসরায়েলের হাতে শহিদুল আলম অপহৃত

২০২৫ অক্টোবর ০৮ ১১:০৩:৫৫
ইসরায়েলের হাতে শহিদুল আলম অপহৃত

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশি আলোকচিত্রী ও লেখক শহিদুল আলমকে ইসরায়েলি বাহিনী অপহরণ করেছে বলে দাবি করেছেন তিনি নিজেই। গাজার উদ্দেশে যাত্রারত "ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন" মিশনে অংশ নেওয়ার সময় তিনি আটক হন।

বুধবার (৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিওবার্তায় শহিদুল আলম বলেন:“আমি শহিদুল আলম। আপনি যদি এই ভিডিওটি দেখেন, তাহলে জেনে নিন — আমাদের সমুদ্রে আটক করা হয়েছে। আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে। তারা পশ্চিমা শক্তির সহায়তায় গাজায় গণহত্যা চালাচ্ছে। আমি সবাইকে আহ্বান জানাই, ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যান।”

এর আগের দিন (মঙ্গলবার) এক ফেসবুক পোস্টে শহিদুল জানান, তারা ‘রেড জোন’-এর ৭০ নটিক্যাল মাইলের মধ্যে অবস্থান করছিলেন। ‘রেড জোন’ বলতে সেই অঞ্চলকেই বোঝানো হয়েছে, যেখানে ইসরায়েলি সেনারা এর আগেও নৌবহর আটকে অধিকারকর্মীদের আটক করেছে।

ফ্রিডম ফ্লোটিলা অংশগ্রহণকারী নৌবহরগুলোর মধ্যে অন্যতম ছিল ‘থাউজেন্ড ম্যাডলিনস’, যার গতি ধীর হওয়ায় মূল বহর কিছুটা পিছিয়ে ছিল। শহিদুল জানান, সেগুলোকেও পাশে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যাতে কেউ একা না পড়ে।

এখন পর্যন্ত তার অবস্থান সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ইসরায়েলি কর্তৃপক্ষ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে