ঢাকা, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
Sharenews24

জেলেই শক্ত হচ্ছেন পলক, ভোটে লড়ার ঘোষণা

২০২৫ অক্টোবর ০৮ ১৫:২৪:৩৫
জেলেই শক্ত হচ্ছেন পলক, ভোটে লড়ার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেপ্তার হন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। কারাবন্দি অবস্থায় শুরুতে মানসিক চাপে থাকলেও এখন আর মন খারাপ হয় না বলে জানিয়েছেন তিনি।

বুধবার (৮ অক্টোবর) ঢাকার আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পলক বলেন, “সব কিছুরই শেষ আছে।” নির্বাচন সামনে—এমন প্রশ্নে তিনি মাথা নাড়িয়ে অংশ নেওয়ার ইঙ্গিতও দেন।

সকাল সাড়ে ৯টার দিকে কারাগার থেকে আদালতে আনা হয় পলকসহ বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে। কঠোর নিরাপত্তার মধ্যে তাদের প্রত্যেককে হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে আদালতের এজলাসে হাজির করা হয়।

আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আইনজীবীর সঙ্গে কথা বলার সময় পলক জানান, “আমি ভালো আছি। মানসিকভাবে শক্ত আছি। নিজেকে মানিয়ে নিয়েছি। পরিবারকে জানাতে বলেছি—আমার মন এখন আর খারাপ হয় না।”

এদিন বনানী থানার উপ-পরিদর্শক মো. ইয়াছির আরাফাত ২০২৪ সালের জুলাই মাসে বনানীতে শাহজাহান নামের এক শ্রমিক হত্যাকাণ্ডের মামলায় পলকসহ অন্যদের গ্রেফতার দেখানোর আবেদন করেন। মামলায় অভিযোগ করা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন শাহজাহান।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান পলকসহ চারজনকে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পলকের আইনজীবী জানান, পলক শারীরিক ও মানসিকভাবে ভালো থাকলেও জেলখানায় ন্যূনতম সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন। তিনি বলেন, “সম্প্রতি আওয়ামী লীগের এক নেতা কারাবন্দি অবস্থায় মৃত্যুবরণ করায় পলক উদ্বিগ্ন হলেও এখন মানসিকভাবে প্রস্তুত হচ্ছেন।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে