ঢাকা, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
Sharenews24

একসঙ্গে আগুন নেভাতে যান বাবা-ছেলে, অতঃপর

২০২৫ অক্টোবর ০৮ ১১:৫৬:১২
একসঙ্গে আগুন নেভাতে যান বাবা-ছেলে, অতঃপর

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের নেছারাবাদে বিদ্যুতের শর্টসার্কিট থেকে ঘরের পাশে বাঁশবাগানে লাগা আগুন নেভাতে গিয়ে মো. রনি নামে এক যুবক মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা মো. হারুন-অর-রশিদ।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে উপজেলার সোহাগদল ইউনিয়নের শেখপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রনি পেশায় একজন রেন্ট-এ-কার চালক ছিলেন।

নিহতের চাচাতো ভাই মো. রাজু জানান, রাত সাড়ে ৮টার দিকে রনি দেখতে পান ঘরের পাশে বাঁশঝাড়ে শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। তারা দ্রুত নেছারাবাদ বিদ্যুৎ অফিসে ফোন করলেও সেটি রিসিভ হয় না। আশপাশের আরও কয়েকজনও ফোন দিলেও সাড়া মেলেনি। কিছুক্ষণ পর এলাকায় বিদ্যুৎ চলে গেলে রনি ও তার বাবা একত্র হয়ে আগুন ধরা বাঁশটি কাটতে যান।

এ সময় হঠাৎ বিদ্যুৎ ফিরে এলে দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। বাবা হারুন ছিটকে নিচে পড়ে প্রাণে বাঁচলেও ছেলে রনি বাঁশ ধরে বিদ্যুতায়িত অবস্থায় মারা যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নেছারাবাদ হাসপাতালের কর্তব্যরত ডাক্তার লিমা আক্তার জানান, তাকে হাসপাতালে আনার পূর্বেই মৃত্যু হয়েছিল।

এ বিষয়ে নেছারাবাদ উপজেলা বিদ্যুৎ অফিসের এজিএম চন্দ্রশেখর গাইন বলেন, আমাদের সঙ্গে কথা না বলেই বাঁশ কাটতে যাওয়া ঠিক হয়নি। আমরা হয়তো অন্য কারো অনুরোধে শাটডাউন দিয়েছিলাম, পরে কাজ শেষে লাইন চালু করেছি। ওই গ্রামের কারও সঙ্গে সরাসরি আমাদের কথা হয়নি।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) বনি আমিন বলেন, আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে