ঢাকা, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
Sharenews24

টিভি লাইসেন্স বিতরণ নিয়ে যা বললেন উপ-প্রেস সচিব

২০২৫ অক্টোবর ০৮ ১১:১০:২৫
টিভি লাইসেন্স বিতরণ নিয়ে যা বললেন উপ-প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক : দেশে টেলিভিশন লাইসেন্স কাদের দেওয়া হয়েছে, তা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। বুধবার সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, “সৈনিক লীগের সভাপতি থেকে শুরু করে মুরগির ফার্মের মালিক পর্যন্ত অনেকেই দেশে টিভির লাইসেন্স পেয়েছেন।”

তিনি বলেন, এখনো টেলিভিশন মালিকানায় রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে এবং গণমাধ্যমে স্বাধীনতা না থাকায় অতীতে অনেক বিষয় চাপা পড়ে গেছে।

আবুল কালাম আজাদ আরও লেখেন, “এখন যদি কোনো অনিয়ম ঘটে, গণমাধ্যম যেন তা রিপোর্ট করে, এবং অতীতে যা বলা যায়নি, সেগুলোকেও সামনে আনা উচিত। মিডিয়ার স্বাধীনতা সমাজের স্বচ্ছতার জন্য অত্যন্ত জরুরি।”

এ প্রসঙ্গে তিনি প্রথম আলোর একটি রিপোর্টের প্রশংসা করে বলেন, নতুন টিভি লাইসেন্স নিয়ে সেই প্রতিবেদনটিকে গণমাধ্যমের স্বাধীনতার উদাহরণ হিসেবে দেখা যেতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে