ঢাকা, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
Sharenews24

ভারতের ‘নির্বাচন নির্দেশনা’ নিয়ে মুখ খুললেন পররাষ্ট্র উপদেষ্টা

২০২৫ অক্টোবর ০৮ ১৮:২৭:১১
ভারতের ‘নির্বাচন নির্দেশনা’ নিয়ে মুখ খুললেন পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী সম্প্রতি বলেছেন, ‘দিল্লি চায় বাংলাদেশে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন’। তার এই মন্তব্যের জবাবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, নির্বাচন বাংলাদেশের একান্ত অভ্যন্তরীণ বিষয়। কোন দল নির্বাচনে অংশ নেবে, তা দেশের জনগণই ঠিক করবে।

বুধবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ভারতের পক্ষ থেকে বলা হয়, ‘নির্বাচনের মাধ্যমে যেই সরকার গঠিত হবে, তার সঙ্গে ভারত কাজ করবে।’ এ বিষয়ে তৌহিদ হোসেন বলেন, “আমি এটিকে ভারতের বিষয় হিসেবে দেখি না। এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়।”

৬ অক্টোবর আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীর সঙ্গে নরওয়ে, ডেনমার্ক ও সুইডেনের রাষ্ট্রদূতদের বৈঠক নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে, উপদেষ্টা বলেন,“একজন রাজনীতিকের বাসায় রাষ্ট্রদূতরা যাওয়া অস্বাভাবিক নয়। মন্ত্রণালয় এতে অবগত নয়, তবে কোনো অপরাধের অভিযোগ থাকলে সেটা আলাদা বিষয় হতো।”

তিনি আরও বলেন, “রাষ্ট্রদূতরা যে কারো বাসায় যেতে পারেন। সেখানে কী আলোচনা হয়েছে, তা নিয়ে মতবিরোধ থাকতে পারে; তবে তাদের যাওয়াটা নিয়ে বলার কিছু নেই।”

তৌহিদ হোসেন জানান, বাংলাদেশ ও তুরস্ক সামরিক খাতে যৌথভাবে কাজ করবে। মঙ্গলবার (৭ অক্টোবর) তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বাংলাদেশ বিরোধী’ বক্তব্য না দিতে ভারত সরকারের কোনো বার্তা এসেছে কি না—এমন প্রশ্নে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি উপদেষ্টা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে