ঢাকা, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
Sharenews24

কারসাজির শেয়ারে আগুন, নিশ্চুপ ডিএসই-বিএসইসি!

২০২৫ অক্টোবর ০৬ ২২:১০:২৭
কারসাজির শেয়ারে আগুন, নিশ্চুপ ডিএসই-বিএসইসি!

নিজস্ব প্রতিবেদক : লাগামহীনভাবে বেড়েই চলেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রগতী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর। এরপরও কোম্পানিটির দর বৃদ্ধির কারণ খতিয়ে দেখতে পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও নিয়ন্ত্রক সংস্থা। কোনো কারণ ছাড়াই এই কোম্পানির দর বৃদ্ধি বিনিয়োগকারীদের পুঁজি ঝুঁকিতে পড়ার শঙ্কা রয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

ডিএসই থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, কোম্পানিটির শেয়ারদর ধারাবাহিকভাবে দর বেড়ে আজ গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ স্থানে উঠে এসেছে। গত ২৯ মে’র পর থেকেই ধারাবাহিকভাবে কোম্পানিটির শেয়ারদর বাড়তে শুরু করেছে। গত ২৯ মে কোম্পানিটির শেয়ার দর ৭৯ টাকা ৪০ পয়সা ছিল। চলতি বছরের ৭ জুলাই’র পর থেকে কোম্পানিটির দর বৃদ্ধির পরিমাণ তুলনামুলকভাবে বেশি বেড়েছে।

গত ৭ জুলাই কোম্পানিরটির শেয়ারদর ছিল ৮৭ টাকা। গত তিন মাসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর ১৭৬ টাকা ৫০ পয়সা বা ২০২.৮৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৬৩ টাকা ৫০ পয়সায়।

টানা দর বৃদ্ধির জেরে গত ৭ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানিটিকে তদন্ত নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ারের দাম বেড়ে চলেছে। তবুও শেয়ারদরের উর্ধ্বমুখী ধারা থামেনি। অথচ এমন অস্বাভাবিক পরিস্থিতিতেও ডিএসই এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নীরব দর্শকের ভূমিকায় রয়েছে।

গত ৭ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারদর ছিল ১৮৮ টাকা ৩০ পয়সা। অর্থাৎ গত এক মাসের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৭৫ টাকা ২০ পয়সা বা ৩৯.৮৩ শতাংশ।

উল্লেখ্য, গত ২৭ জুলাই অনুষ্ঠিত বোর্ড সভায় ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানি বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে। তবে তখন শেয়ারটির দামে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি।

বাজার বিশ্লেষকরা বলছেন, কোনো মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানির শেয়ারদর আকাশচুম্বী হওয়া বাজার কারসাজির ইঙ্গিত বহন করে। তারা মনে করছেন, বিনিয়োগকারীর স্বার্থ সুরক্ষা ও বাজারে আস্থা ফিরিয়ে আনতে বিএসইসি ও ডিএসইর জরুরি তদন্ত ও কঠোর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় এ ধরনের লাগামহীন দরবৃদ্ধি পুরো বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে