ঢাকা, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
Sharenews24

ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে মাহাথিরের সতর্ক বার্তা

২০২৫ অক্টোবর ০৩ ১০:০৭:০৪
ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে মাহাথিরের সতর্ক বার্তা

নিজস্ব প্রতিবেদক : মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধ বন্ধে দেওয়া ২০ দফা প্রস্তাবকে সরাসরি ‘হুমকি’ হিসেবে অভিহিত করেছেন। ৩ অক্টোবর বুধবার একটি ফেসবুক পোস্টে তিনি লিখেছেন যে প্রস্তাবটি আসলে হামাসকে দেওয়া কোনো বাস্তব শান্তি প্রস্তাব নয় — বরং চার দিনের মধ্যে সম্মতি নিতে বলা হয়েছে; না হলে “গণহত্যা আরও ভয়াবহ হবে” বলে ইঙ্গিত রয়েছে।

মাহাথিরের বক্তব্যের মূল পয়েন্টগুলো:

তিনি বলেছেন, এ প্রস্তাবটি ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যৌথভাবে তৈরি করা পরিকল্পনার অংশ, যাতে ফিলিস্তিনিদের আত্মসমর্পণ করানো হবে এবং গাজায় ইসরায়েলের দখল সহজ হবে।

মাহাথির উল্লেখ করেন যে গাজার সংঘাতের ফলে ইতিমধ্যে ৬০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন (সংবাদটিতে ব্যবহৃত সংখ্যা)। তাই এখন যদি আত্মসমর্পণের আহ্বান করা হয়, তা তাদের আত্মত্যাগ ও ধ্বংসের ব্রতকে বৃথা করবে।

তিনি ট্রাম্পকে “শান্তির দূত” হিসেবে দেখেন না; বরং এমন এক নেতা হিসেবে চিহ্নিত করেছেন, যিনি চাপ ও হুমকি দিয়ে সমাধান চাপিয়ে দেওয়ার পথে অভ্যস্ত। সেই সঙ্গে তিনি ইউক্রেন-রাশিয়া সংকটের ক্ষেত্রে ট্রাম্পের ব্যর্থতাকেও উল্লেখ করেছেন।

মাহাথির আশঙ্কা করেন যে হামাস প্রস্তাব প্রত্যাখ্যান করলে গাজায় গণহত্যা তীব্র হবে এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আরও সমর্থন দিতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে