ঢাকা, বুধবার, ১ অক্টোবর ২০২৫
Sharenews24

ট্রাম্পের সতর্কতা—‘যুদ্ধের মুখোমুখি যুক্তরাষ্ট্র’

২০২৫ অক্টোবর ০১ ১০:৩০:৩৬
ট্রাম্পের সতর্কতা—‘যুদ্ধের মুখোমুখি যুক্তরাষ্ট্র’

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অপরাধ ও অভিবাসনজনিত সমস্যার কারণে যুক্তরাষ্ট্র এখন এক ধরনের "অভ্যন্তরীণ যুদ্ধের" সম্মুখীন। মঙ্গলবার ভার্জিনিয়ার কোয়ান্টিকোতে পেন্টাগনের উদ্যোগে আয়োজিত সেনা কর্মকর্তাদের এক ব্যতিক্রমী বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

পেন্টাগন প্রধান পিট হেগসেথের আহ্বানে আয়োজিত ওই বৈঠকে বিশ্বজুড়ে থেকে আসা শীর্ষ জেনারেল ও অ্যাডমিরালদের উদ্দেশে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রিত কিছু শহরে সহিংসতা ও বিশৃঙ্খলা দমনে সেনাবাহিনী নিয়োজিত হতে পারে।

ট্রাম্প বলেন, "আমরা একে একে তাদের নিয়ন্ত্রণে আনব। আর এই কক্ষে উপস্থিত অনেকের জন্য এটি হবে বড় একটি দায়িত্ব।" তিনি আরও জানান, তিনি ইতোমধ্যে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যার আওতায় একটি দ্রুত প্রতিক্রিয়াশীল বিশেষ সেনাদল গঠিত হবে—যা অভ্যন্তরীণ অশান্তি মোকাবিলায় কাজ করবে।

ভাষণের শুরুতে ট্রাম্প মার্কিন সেনাবাহিনীর শক্তি ও "যোদ্ধার চেতনা" পুনর্জাগরণের ওপর গুরুত্ব দিলেও, ঘণ্টাব্যাপী বক্তৃতার বড় অংশজুড়ে ছিল রাজনৈতিক বক্তব্য। এটি ছিল প্রচলিত রীতিনীতির বাইরে, কারণ সাধারণত প্রেসিডেন্টরা সেনাদের সামনে রাজনৈতিক আলোচনা এড়িয়ে চলেন।

বক্তৃতার একপর্যায়ে প্রেসিডেন্ট ট্রাম্প গণমাধ্যমেরও সমালোচনা করেন এবং সাংবাদিকদের ‘অসৎ লোক’ বলে অভিহিত করেন। বৈঠকে উপস্থিত শীর্ষ সামরিক কর্মকর্তারা এ বিষয়ে নীরব থাকেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে