ঢাকা, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

দেশজুড়ে ‘সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট’

২০২৫ সেপ্টেম্বর ৩০ ১৮:১০:২৯
দেশজুড়ে ‘সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট’

নিজস্ব প্রতিবেদক : আফগানিস্তানে কয়েক সপ্তাহ আগে ফাইবার অপটিক ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার পর এবার দেশব্যাপী টেলিযোগাযোগ সেবা বন্ধ করে দিয়েছে তালেবান সরকার। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো সরকারি ব্যাখ্যা পাওয়া যায়নি।

নেটব্লকস নামের একটি ইন্টারনেট নজরদারি সংস্থা জানিয়েছে, আফগানিস্তান বর্তমানে ‘সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট’-এর মধ্যে রয়েছে। সংস্থাটির মতে, দেশের ইন্টারনেট সংযোগ মাত্র ১ শতাংশের কাছাকাছি নেমে এসেছে।

কী ঘটছে মাঠপর্যায়ে:

কাবুলসহ দেশজুড়ে মোবাইল ইন্টারনেট ও স্যাটেলাইট টিভি সংযোগ মারাত্মকভাবে ব্যাহত।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর সঙ্গে আফগানিস্তানে থাকা অফিসগুলোর যোগাযোগ বিচ্ছিন্ন।

টু-জি ছাড়া থ্রি-জি ও ফোর-জি মোবাইল নেটওয়ার্ক বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।

আফগানিস্তানের বেসরকারি চ্যানেল টোলো নিউজ জানিয়েছে, সরকার এক সপ্তাহের মধ্যে মোবাইল থ্রি-জি ও ফোর-জি ইন্টারনেট বন্ধ করার পরিকল্পনা নিয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়, তালেবান অতীতে অনলাইন পর্নোগ্রাফি ও ‘অনৈতিক কর্মকাণ্ড’ নিয়ে উদ্বেগ প্রকাশ করে কয়েকটি প্রদেশে ফাইবার অপটিক সংযোগ বিচ্ছিন্ন করেছিল।

ডয়চে ভেলের খবরে জানা গেছে, “পাপ প্রতিরোধ” ও “নিয়ন্ত্রণহীন তথ্যপ্রবাহ ঠেকাতে” এই পদক্ষেপ নিয়েছে তালেবান প্রশাসন।

এছাড়াও, তালেবানের একজন প্রাদেশিক মুখপাত্র জানান, বিকল্প সংযোগব্যবস্থা স্থাপনের কাজ চলছে।

প্রদেশভিত্তিক বিধিনিষেধ:

উত্তর: বাদাখশান, তাখর

দক্ষিণ: কান্দাহার, হেলমান্দ, নাঙ্গারহার, উরুজগান

পূর্ব: বালখসহ আরও কয়েকটি প্রদেশ

দেশজুড়ে এই অবস্থা অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। অনেকে বলছেন, দেশজুড়ে এখন একধরনের "নীরবতা" বিরাজ করছে। ব্যবসা-বাণিজ্য, প্রশাসনিক কার্যক্রম ও আন্তর্জাতিক যোগাযোগ একরকম অচল হয়ে গেছে।২০২১ সালে আফগানিস্তানে ক্ষমতা দখলের পর থেকে তালেবান সরকার সামাজিক ও রাজনৈতিকভাবে ধারাবাহিকভাবে কঠোর বিধিনিষেধ আরোপ করে আসছে। নারী অধিকার, শিক্ষা, গণমাধ্যম, এবং এখন ইন্টারনেট ও টেলিকম সেবা—সব ক্ষেত্রেই তারা নিয়ন্ত্রণ কড়াকড়ি করেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে