ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
Sharenews24

যেসব খাবার ফ্রিজে রাখলে স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়

২০২৫ ডিসেম্বর ১৭ ১২:২০:৪১
যেসব খাবার ফ্রিজে রাখলে স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়

নিউজ ডেস্ক: ফ্রিজ আমাদের দৈনন্দিন জীবনে সময় বাঁচাতে এবং খাবার দীর্ঘদিন ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে সব খাবারের জন্য ফ্রিজ যে আদর্শ জায়গা—তা কিন্তু নয়। অনেক পরিচিত খাবার রয়েছে, যেগুলো ঠান্ডায় রাখলে স্বাদ, গুণাগুণ এমনকি পুষ্টিমানও নষ্ট হয়ে যেতে পারে। কিছু ক্ষেত্রে ভুল সংরক্ষণ স্বাস্থ্যের জন্যও ক্ষতির কারণ হতে পারে। তাই জেনে নেওয়া জরুরি—কোন কোন খাবার ফ্রিজে না রাখাই ভালো।

আলু

আলু প্রায় প্রতিটি রান্নাঘরের অপরিহার্য উপাদান। ভাজি, সেদ্ধ কিংবা ম্যাশ—সব রান্নাতেই আলুর ব্যবহার আছে। কিন্তু আলু কখনোই ফ্রিজে রাখা উচিত নয়। ঠান্ডা তাপমাত্রায় আলুর স্টার্চ দ্রুত চিনিতে রূপ নেয়, ফলে স্বাদ বদলে যায় এবং রান্নার সময় অপ্রত্যাশিত ফল পাওয়া যায়। এ ছাড়া ফ্রিজে রাখলে আলু শক্ত হয়ে যেতে পারে। আলু সংরক্ষণের জন্য রান্নাঘরের শুষ্ক ও ঠান্ডা (কিন্তু ফ্রিজ নয়) জায়গাই সবচেয়ে ভালো।

কলা

কলা ফ্রিজের ঠান্ডা একদমই সহ্য করতে পারে না। বরং ফ্রিজে রাখলে কলার খোসা দ্রুত কালো হয়ে যায় এবং ভেতরের গুণগত মান নষ্ট হয়। কলা কিনে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রেখে ধীরে ধীরে পাকতে দেওয়া সবচেয়ে ভালো উপায়। এতে স্বাদ ও পুষ্টি—দুটোই বজায় থাকে।

তরমুজ

অনেকে তরমুজ ঠান্ডা করে খেতে পছন্দ করেন, কিন্তু পুরো তরমুজ ফ্রিজে রাখা ঠিক নয়। ঠান্ডা পরিবেশে তরমুজ দ্রুত নরম হয়ে যেতে পারে এবং পচন ধরার ঝুঁকি বাড়ে। যেহেতু এটি গ্রীষ্মকালীন ফল, তাই স্বাভাবিক তাপমাত্রায় রাখাই উত্তম। একবার কেটে ফেললে অবশ্য অল্প সময়ের জন্য ঠান্ডা রাখা যেতে পারে।

পেঁয়াজ

পেঁয়াজের জন্য ফ্রিজ সবচেয়ে খারাপ জায়গা। ফ্রিজের আর্দ্র পরিবেশে পেঁয়াজ দ্রুত নরম হয়ে যায় এবং ছত্রাক ধরতে পারে। পাশাপাশি আলুর সঙ্গে পেঁয়াজ রাখলেও দুটোই দ্রুত নষ্ট হয়। পেঁয়াজ ভালো রাখতে হলে খোলা ও বাতাস চলাচল করে—এমন জায়গায় রাখাই সবচেয়ে নিরাপদ।

কফি

অনেকে কফিকে সতেজ রাখতে ফ্রিজে রেখে দেন, কিন্তু এটি আদৌ সঠিক পদ্ধতি নয়। ফ্রিজের আর্দ্রতা ও অন্যান্য খাবারের গন্ধ কফির স্বাদ নষ্ট করে দিতে পারে। কফি সংরক্ষণের জন্য শুকনো, ঠান্ডা ও আলোবিহীন জায়গায় ঢাকনাযুক্ত পাত্র ব্যবহার করাই সবচেয়ে ভালো।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

লাইফ স্টাইল এর সর্বশেষ খবর

লাইফ স্টাইল - এর সব খবর



রে