ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
Sharenews24

নির্বাচন পর্যবেক্ষণে ইইউ'র পূর্ণাঙ্গ মিশন নিয়োগ

২০২৫ ডিসেম্বর ১৭ ১১:০০:৩৭
নির্বাচন পর্যবেক্ষণে ইইউ'র পূর্ণাঙ্গ মিশন নিয়োগ

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে একটি পূর্ণাঙ্গ মিশন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক শাখা ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস (ইইএএস) তাদের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করেছে।

ইইএএসের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে ইউরোপীয় কমিশনের হাই রিপ্রেজেন্টেটিভ কাজা কালাস আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য একটি ইইউ ইলেকশন অবজারভেশন মিশন (ইওএম) নিয়োগ দিয়েছেন। এই মিশনের প্রধান পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস ইজাবসকে।

মিশনের নেতৃত্ব প্রসঙ্গে ইভারস ইজাবস বলেন, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনার সুযোগ পাওয়া তার জন্য সম্মানের। তিনি জানান, এই মিশন পুরো নির্বাচনী প্রক্রিয়া স্বাধীন, নিরপেক্ষ ও পেশাদার দৃষ্টিভঙ্গিতে মূল্যায়ন করবে।

তিনি আরও বলেন, এই উদ্যোগ বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক প্রত্যাশা, আইনের শাসন এবং মানবাধিকারের প্রতি ইউরোপীয় ইউনিয়নের সমর্থনের একটি বাস্তব প্রতিফলন হিসেবে কাজ করবে। একইসঙ্গে এটি বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার ক্ষেত্রে আন্তর্জাতিক সহায়তার বার্তাও বহন করবে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে