ঢাকা, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

নেপালে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা

২০২৫ সেপ্টেম্বর ০৯ ১৭:৩৪:৪৯
নেপালে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতা ও বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। এমন অবস্থায় নেপালে অবস্থানরত বাংলাদেশিদের ঘর বা হোটেলের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানিয়েছে, বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের নাগরিকদের আপাতত নেপাল ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, নেপালে চলমান 'জেনজি আন্দোলন'-এর জেরে আজ দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন। তার দপ্তরে বিক্ষোভকারীদের ঢুকে পড়ার পরপরই তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। এতে দেশটির রাজনৈতিক উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে।

দূতাবাস জানিয়েছে, উদ্ভূত যেকোনও জরুরি পরিস্থিতিতে বাংলাদেশি নাগরিকরা নিচের দুটি নম্বরে যোগাযোগ করতে পারবেন:

+৯৭৭ ৯৮০৩৮৭২৭৫৯

+৯৭৭ ৯৮৫১১২৮৩৮১

বাংলাদেশ দূতাবাস নেপালে অবস্থানরত সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে