ঢাকা, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

তৌহিদ আফ্রিদি নিয়ে অবশেষে মুখ খুললেন দীঘি

২০২৫ সেপ্টেম্বর ০৭ ১৫:৩০:১২
তৌহিদ আফ্রিদি নিয়ে অবশেষে মুখ খুললেন দীঘি

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের হত্যা মামলায় গ্রেপ্তারের পর থেকেই ইউটিউবার তৌহিদ আফ্রিদি নিয়ে তুমুল আলোচনায় মেতেছে নেটদুনিয়া। মামলার অগ্রগতি থেকে শুরু করে তার ব্যক্তিগত জীবন, বিশেষ করে চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে।

একসময় এই জুটিকে ঘিরে বিয়ের গুঞ্জনও উঠেছিল। তবে সাম্প্রতিক খবরে জানা যায়, আফ্রিদির স্ত্রী অন্য কেউ এবং তিনি বর্তমানে অন্তঃসত্ত্বা। এতে করে পুরোনো জল্পনাগুলো আবারও আলোচনায় আসে।

এই প্রেক্ষাপটে সম্প্রতি এক সাক্ষাৎকারে দীঘি স্পষ্ট করে বলেন, “তৌহিদ আফ্রিদির সঙ্গে এখন আমার কোনো যোগাযোগই নেই।”

তিনি বলেন, “আমাদের পরিচয় হয়েছিল মাই টিভির একটি প্রোগ্রামে, যেখানে সে অ্যাঙ্কর ছিল। সেখান থেকেই প্রথম দেখা, তারপর বিষয়টি ভাইরাল হয়ে যায়। আমরা কেউই ভাবিনি এটি এত দূর গড়াবে।”

তৌহিদ আফ্রিদি নিজেকে দীঘির ‘বয়ফ্রেন্ড’ বলে দাবি করেছেন কি না—এমন প্রশ্নে দীঘি বলেন, “আমি তো কখনো বলিনি। বরং ও আরও বেশি স্ট্রিক্ট ছিল এই বিষয়ে। একটা সময় তো এমনও হয়েছিল যে ব্যাপারটা এত বেড়ে যায়, তখন এক থেকে দেড় বছর আমরা কথাই বলিনি, দেখা-সাক্ষাৎও বন্ধ ছিল।”

“বিষয়টি নিয়ে আমাদের পরিবারও বিব্রত হয়েছিল,” যোগ করেন দীঘি।

সোশ্যাল মিডিয়ায় গুজবের ভিড়ে এবার দীঘির সরাসরি বক্তব্য স্পষ্ট করল—তাদের মধ্যে এখন আর কোনো সম্পর্ক নেই।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে