ঢাকা, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

মাইলফলক ছোঁয়ার পর শেয়ারবাজারে সংযত সংশোধন

২০২৫ সেপ্টেম্বর ০৮ ১৫:১২:২৫
মাইলফলক ছোঁয়ার পর শেয়ারবাজারে সংযত সংশোধন

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে সম্প্রতি বেশ ইতিবাচক ধারা লক্ষ করা যাচ্ছে। আগেরদিন প্রধান শেয়ারবাজার (রোববার) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেনে এক বছরের মধ্যে নতুন মাইলফলক ছুঁয়েছে। ওইদিন ডিএসইর প্রধান সূচক পৌঁছায় ৫ হাজার ৬৩৬ পয়েন্টে, যা গত এক বছরে সর্বোচ্চ। একইসঙ্গে দিনভর লেনদেন হয়েছে ১ হাজার ৪৪১ কোটি ৯০ লাখ টাকার, যা গত ১৩ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড।

এই অসাধারণ মাইলফলক বাজারে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিরই প্রমাণ বহন করে। সম্প্রতি কিছু মৌলভিত্তিক কোম্পানির শেয়ারমূল্য বৃদ্ধির পাশাপাশি বাজারে তারল্য প্রবাহ বৃদ্ধি পাওয়ায় বিনিয়োগকারীরা নতুন করে সক্রিয় হচ্ছেন। এ ছাড়া সরকার ও নিয়ন্ত্রক সংস্থার বিভিন্ন ইতিবাচক পদক্ষেপও বাজারকে চাঙ্গা করে তুলছে।

তবে আজকের দিনে সূচকে কিছুটা সংশোধন দেখা গেছে, যা স্বাভাবিক বলেই মনে করছেন বাজার বিশ্লেষকরা। দিনের শুরুতে বাজারে উত্থান প্রবণতা থাকলেও শেষ সময়ে কিছু মুনাফা বাস্তবায়নের চাপ দেখা যায়। এর ফলে ডিএসইর প্রধান সূচক ৮.৫৬ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ৬২৭ পয়েন্টে।

লেনদেনেও আজ সামান্য ভাটা দেখা গেছে। আজকের লেনদেন দাঁড়ায় ১ হাজার ৪০০ কোটি ৮৪ লাখ টাকায়, যা আগের দিনের তুলনায় কিছুটা কম হলেও এখনও বেশ শক্ত অবস্থানে রয়েছে। ধারাবাহিকভাবে এক হাজার কোটি টাকার উপরে লেনদেন থাকাটা বাজারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ এবং আস্থারই বহিঃপ্রকাশ।

বিশ্লেষকরা মনে করছেন, সূচকে এই প্রকার মৃদু সংশোধন শেয়ারবাজারের জন্য স্বাস্থ্যকর। এটি ভবিষ্যতে আরও শক্ত ভিত গড়ার পথ সুগম করবে। বাজারে ইতিবাচক আবহ অব্যাহত থাকলে আগামী দিনগুলোতে সূচক আরও নতুন উচ্চতায় পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে।

সোমবারের বাজার পর্যালোচনা

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮.৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬২৭.৫৯ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৪.২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২২৫.২১ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৩.৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯১.৯৮ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১২৭টির দর বেড়েছে, ২২৩টির দর কমেছে এবং ৪৭টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ মোট ১ হাজার ৪০০ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কর্মদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৪১ কোটি ৯০ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৪১ কোটি ৬ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে।

এদিন সিএসইতে ১৮ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৮ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আজ সিএসইতে লেনদেন হওয়া ২৬৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১২১টির, কমেছে ১১৫টির এবং পরিবর্তন হয়নি ২৮টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৫.১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৭০.০৫ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ২১.০৯ পয়েন্ট বেড়েছিল।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে