ঢাকা, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে এবার মুখ খুললেন নাসুমের বাবা

২০২৫ সেপ্টেম্বর ০৮ ১১:২৮:৫৭
নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে এবার মুখ খুললেন নাসুমের বাবা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাসুম আহমেদের বাবা আক্কাস আলী বর্তমানে এক হাউজিং এস্টেটে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করছেন। মাসিক মাত্র ৮ হাজার টাকার বেতনে এই চাকরি করছেন তিনি—তাও অভাবের তাড়নায়। ছেলের সঙ্গে চার বছরেরও বেশি সময় ধরে কোনো যোগাযোগ নেই বলেই এমন পরিস্থিতিতে পড়েছেন বলে জানান আক্কাস আলী।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে একটি সংবাদ ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই প্রশ্ন তোলেন—নাসুমের মতো সফল ক্রিকেটার থাকার পরও কেন তার বাবা এমন কষ্টে আছেন? সেইসঙ্গে অনেকে তার দ্বিতীয় বিয়ে নিয়েও সমালোচনা করেন।

এ বিষয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন আক্কাস আলী।এক সাক্ষাৎকারে তিনি বলেন,“দ্বিতীয় বিয়া করা কি আমার অপরাধ হইছে? আমি তো কারও সম্মান বাড়াইও নাই, কমাইও নাই। কষ্ট হইছে এই কারণে যে আমি বিগত চার বছর ধরে বাড়ির বাইরে আছি।”

তিনি আরও বলেন,“তুমি যখন দেখলা বাবা এখানে চকিদারি করতেছে, দুইজন মানুষ লইয়া আইলা না কেন? আইসা বললা না কেন, ‘বাবা, তোমারে আমি ভরণপোষণ দিতেছি, তুমি এই চাকরি কেন করতেছো?’ এটা কি আমার অপরাধ?”

চার বছর আগের একটি ঘটনা তুলে ধরে তিনি বলেন,“একদিন দুপুরে খাওয়ার সময় কথা কাটাকাটির একপর্যায়ে নাসুম আমাকে রেগে বলে—‘তোমারে কে দিছে জায়গা? কে বলছে থাকতে?’ সেই কথায় অপমানিত হয়ে আমি ঘর ছেড়ে বের হই।”

সন্তানের কাছ থেকে এমন ব্যবহারে আঘাতপ্রাপ্ত আক্কাস আলী নিজের মতো করে জীবন চালিয়ে নিচ্ছেন, তবে এক ধরনের অভিমান এবং অপূর্ণতার ছাপ তার কণ্ঠে স্পষ্ট। সামাজিক মাধ্যমে অনেকে এ ঘটনায় কষ্ট প্রকাশ করেছেন, আবার কেউ কেউ নাসুমের আচরণ নিয়ে সমালোচনাও করেছেন।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে