ঢাকা, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

নির্বাচনের আগে বোমা ফাটালেন সিজার, বিশ্ববিদ্যালয়ের কড়া বার্তা

২০২৫ সেপ্টেম্বর ০৫ ১৭:৩৭:১৩
নির্বাচনের আগে বোমা ফাটালেন সিজার, বিশ্ববিদ্যালয়ের কড়া বার্তা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ’ নামের একটি ফেসবুক পেজ বন্ধ না করায়, পেজটির অ্যাডমিন এবং ভিপি পদপ্রার্থী জুলিয়াস সিজার তালুকদারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ডাকসু আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্সের আহ্বায়ক ড. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে কেন্দ্র করে ‘ঢাবি শিক্ষার্থী সংসদ’ পেজে বিভিন্ন প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার, প্রোপাগান্ডা এবং চরিত্রহননের অভিযোগ উঠেছে। বারবার অনুরোধ সত্ত্বেও পেজটি বন্ধ না করায় এই নোটিশ দেওয়া হয়েছে।

নোটিশে আরও বলা হয়, শুক্রবার বিকেল ৪টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের ৩য় তলায় ডাকসু আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্সের জরুরি সভায় সিজারকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নির্বাচনকে স্বচ্ছ ও সুষ্ঠু রাখতে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক বেশ কিছু ফেসবুক গ্রুপ ও পেজ অস্থায়ীভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও সিজারকে পেজটি বন্ধ করার অনুরোধ জানানো হয়। কিন্তু তিনি সে অনুরোধ উপেক্ষা করেন, যার ফলে কর্তৃপক্ষকে নোটিশ জারি করতে বাধ্য হতে হয়েছে।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে