ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

বাজার নিচে নামালো ৭ কোম্পানির শেয়ার

২০২৫ সেপ্টেম্বর ০১ ১৯:৫৬:৩১
বাজার নিচে নামালো ৭ কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১ সেপ্টেম্বর) দর সংশোধনের মধ্য দিয়ে শেয়ারবাজারের লেনদেন শেষ হয়েছে। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০.৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৮৩.৭৮ পয়েন্টে।

সূচকের এই পতনে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে সাতটি কোম্পানি। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টালের তথ্যানুসারে, এদিন এই সাত শেয়ার একসঙ্গে সূচক থেকে প্রায় ১৭ পয়েন্ট কমিয়েছে।

প্রভাবশালী এই কোম্পানিগুলো হলো— ইসলামী ব্যাংক, রেনেটা, বেক্সিমকো ফার্মা, গ্রামীণ ফোন, বিএটিবিসি, লাফার্জহোলসিম এবং বেস্ট হোল্ডিংস।

সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে ইসলামী ব্যাংক। এদিন ব্যাংকটির শেয়ার দর ৯০ পয়সা বা ২.০৭ শতাংশ কমে দাঁড়ায় ৪২ টাকা ৫০ পয়সায়। এতে ডিএসই সূচক থেকে বাদ গেছে ৫.৩০ পয়েন্ট। কোম্পানিটির শেয়ার দর উঠানামা করেছে ৪২ টাকা ১০ পয়সা থেকে ৪৩ টাকা ৯০ পয়সার মধ্যে। দিনের শেষে ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ১ কোটি ৮৮ লাখ টাকার বেশি।

সূচকে দ্বিতীয় সর্বাধিক চাপ দিয়েছে রেনেটা। ওষুধ প্রস্তুতকারী এই প্রতিষ্ঠানটির শেয়ার দর ১৮ টাকা ৬০ পয়সা বা ৩.৫২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫০৯ টাকা ৯০ পয়সায়। এতে সূচক থেকে বাদ গেছে ৩.৮১ পয়েন্ট। এদিন কোম্পানিটির লেনদেন হয়েছে প্রায় ৯ কোটি ২১ লাখ টাকার।

তৃতীয় অবস্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা। কোম্পানিটি সূচক থেকে বাদ দিয়েছে ১.৮৩ পয়েন্ট। এদিন এর শেয়ার দর ১ টাকা ৬০ পয়সা বা ১.২৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১২৮ টাকা ৪০ পয়সায়। লেনদেন হয়েছে প্রায় ৭ কোটি ৮১ লাখ টাকার।

অন্যদিকে, সূচক থেকে গ্রামীণ ফোন বাদ দিয়েছে প্রায় ১.৮৩ পয়েন্ট, বিএটিবিসি ১.৬৭ পয়েন্ট, লাফার্জহোলসিম ১.২৫ পয়েন্ট এবং বেস্ট হোল্ডিংস ১.০৭ পয়েন্ট।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে