ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

জামায়াতের 'গেম চেঞ্জার' প্রস্তাব

২০২৫ সেপ্টেম্বর ০১ ১৮:৪৭:৪৮
জামায়াতের 'গেম চেঞ্জার' প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের আগেই বড় রাজনৈতিক অবস্থান নিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলছে—আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে (PR system) হওয়া উচিত এবং সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

সোমবার (১ সেপ্টেম্বর) জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমির ডা. শফিকুর রহমান এবং উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ দলের সিনিয়র নেতারা।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে "জুলাই জাতীয় সনদ ২০২৫"-কে আইনি ভিত্তি দেওয়ার প্রয়োজনীয়তা এবং তার আলোকে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এর আগেও, গত রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস-এর সঙ্গে সাক্ষাতে জামায়াত প্রতিনিধি দল লেভেল প্লেয়িং ফিল্ড এবং PR পদ্ধতিতে ভোট আয়োজনের দাবিতে সরব হয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে