ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

সৌদি আরবে আজীবন থাকার সুযোগ

২০২৫ সেপ্টেম্বর ০১ ১১:১৫:৩৪
সৌদি আরবে আজীবন থাকার সুযোগ

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরব তার 'ভিশন ২০৩০' এর অংশ হিসেবে বিদেশী নাগরিকদের জন্য রেসিডেন্সি প্রোগ্রাম চালু করেছে। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো দেশের অর্থনীতিকে শক্তিশালী করা এবং বিদেশী মেধা ও বিনিয়োগকে আকৃষ্ট করা। এই রেসিডেন্সি প্রোগ্রামকে সাধারণত 'সৌদি গ্রিন কার্ড' বলা হয়।

রেসিডেন্সি প্রোগ্রামের সুবিধা:

যারা এই রেসিডেন্সি প্রোগ্রামের অধীনে সৌদি আরবে যাবেন, তারা নিম্নলিখিত সুবিধাগুলো পাবেন:

পরিবার নিয়ে সৌদি আরবে থাকার সুযোগ।

নিজস্ব ব্যবসা শুরু করার বা যেকোনো বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করার স্বাধীনতা।

সৌদিতে সম্পত্তি কেনা ও তার মালিকানা লাভের সুযোগ (তবে মক্কা, মদিনা ও সীমান্ত এলাকার ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না)।

নিজ দেশ থেকে অবাধে আসা-যাওয়ার সুবিধা।

স্ত্রী-সন্তানদের স্পনসর করার সুযোগ।

রেসিডেন্সির প্রকারভেদ:

এই প্রোগ্রামের অধীনে দুই ধরনের রেসিডেন্সি পাওয়া যায়:

স্থায়ী রেসিডেন্সি: এই রেসিডেন্সি পাওয়ার জন্য এককালীন ৮ লাখ সৌদি রিয়াল (বাংলাদেশী মুদ্রায় প্রায় ২ কোটি ৫৯ লাখ টাকা) ফি দিতে হবে। এই রেসিডেন্সির মেয়াদ আজীবন বৈধ থাকবে।

নবায়নযোগ্য রেসিডেন্সি: এই রেসিডেন্সির জন্য প্রতি বছর ১ লাখ সৌদি রিয়াল (বাংলাদেশী মুদ্রায় প্রায় ৩৩ লাখ টাকা) ফি দিতে হবে। এটি প্রতি বছর নবায়ন করা যাবে।

আবেদনের যোগ্যতা:

এই প্রোগ্রামের জন্য আবেদন করতে হলে নিম্নলিখিত শর্তগুলো পূরণ করতে হবে:

আবেদনকারীর বয়স ২১ বছরের বেশি হতে হবে।

নিজের দেশে বৈধ পাসপোর্ট থাকতে হবে।

শারীরিকভাবে সুস্থ থাকতে হবে এবং কোনো ফৌজদারি অপরাধের রেকর্ড থাকা যাবে না।

বৈধভাবে সৌদি আরবে প্রবেশ করতে হবে।

আর্থিক সচ্ছলতার প্রমাণ দেখাতে হবে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে