ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

আদালতের রায় নিয়ে যা বললেন ভিপি প্রার্থী আবিদুল 

২০২৫ সেপ্টেম্বর ০১ ১৭:১১:৫৩
আদালতের রায় নিয়ে যা বললেন ভিপি প্রার্থী আবিদুল 

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন প্রসঙ্গে হাইকোর্টের আদেশ স্থগিত হওয়ায় নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের ভিপি (সহসভাপতি) প্রার্থী আবিদুল ইসলাম খান।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। হাইকোর্টের আদেশ স্থগিত হওয়ার পরপরই তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, “ডাকসু নির্বাচন এখন আর আটকে নেই, ৯ সেপ্টেম্বরেই ভোট হবে —এটি ছাত্রদের বিজয়।”

এর আগে, হাইকোর্ট ৩০ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিত করে। বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এক রিট আবেদনের শুনানিতে এই আদেশ দেওয়া হয়। তবে পরে সোমবার চেম্বার আদালত হাইকোর্টের সেই আদেশ স্থগিত করেন, ফলে ডাকসু নির্বাচনের ওপর আর কোনো বাধা থাকলো না।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কেন্দ্রীয় কমিটি ও হল সংসদগুলোর নির্বাচন অনুষ্ঠিত হবে।

রিটকারীর পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

হাইকোর্টের আদেশে বলা হয়েছিল, রিট আবেদনকারী —যিনি শিবির প্যানেলের জিএস প্রার্থী ফরহাদ— তাকে সকল প্রমাণসহ নির্বাচনি ট্রাইব্যুনালে অভিযোগ করতে হবে। অভিযোগ গ্রহণ করে, সব পক্ষের শুনানি শেষে ৩০ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে