ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

নূর নয় যাকে পেটাচ্ছিলেন লাল শার্ট পরা সেই ব্যক্তি

২০২৫ সেপ্টেম্বর ০১ ০৮:৩৭:০৭
নূর নয় যাকে পেটাচ্ছিলেন লাল শার্ট পরা সেই ব্যক্তি

নিজস্ব প্রতিবেদক: গত ২৯শে আগস্ট জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ এবং পাল্টা-পাল্টি ধাওয়ার ঘটনার পর, গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নিজ দলের কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নেওয়ার সময় যৌথ বাহিনীর লাঠিচার্জের ঘটনা ঘটে। এতে নুরুল হক নুর সহ বেশ কয়েকজন আহত হন।

ঘটনার পর, লাল বা মেরুন রঙের টি-শার্ট পরিহিত এক ব্যক্তি সিঁড়িতে বসে থাকা একজনকে মারধর করছেন এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এই ভিডিওটি নুরুল হক নুরকে মারধরের দৃশ্য হিসেবে ইন্টারনেটে প্রচার করা হয়। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এবং যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুনও একই দাবি করেন।

তবে, রুয়মার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে যে ভাইরাল ভিডিওতে লাল বা মেরুন রঙের টি-শার্ট পরিহিত যে ব্যক্তি মারধর করছিলেন, তিনি নুরুল হক নুর নন। টি-শার্ট পরিহিত ওই ব্যক্তির হাতে মারধরের শিকার ব্যক্তি ছিলেন ছাত্র অধিকার পরিষদের নেতা আক্তারুজ্জামান সম্রাট।

এছাড়াও, টি-শার্ট পরিহিত ওই ব্যক্তি একজন পুলিশ সদস্য বলে জানা গেছে। মূলধারার গণমাধ্যম নিশ্চিত করেছে যে, টি-শার্ট পরিহিত ব্যক্তিটি রাজধানীর পল্টন থানার পুলিশ কনস্টেবল মিজানুর রহমান। তিনি ওই থানার ওসির গাড়িচালক হিসেবেও পরিচিত।

উল্লেখিত তথ্যপ্রমাণ থেকে এটি নিশ্চিত করা যায় যে, প্রচারিত ভিডিওতে লাল বা মেরুন টি-শার্ট পরিহিত যুবক কর্তৃক হামলার শিকার ব্যক্তি নুরুল হক নুর ছিলেন না, বরং তিনি ছিলেন ছাত্র অধিকার পরিষদের নেতা আক্তারুজ্জামান সম্রাট।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে