ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

বাংলাদেশের পক্ষে মোদীকে এক হাত নিলেন সেই মহুয়া

২০২৫ সেপ্টেম্বর ০১ ১১:০৭:৪৪
বাংলাদেশের পক্ষে মোদীকে এক হাত নিলেন সেই মহুয়া

নিজস্ব প্রতিবেদক: ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তা দিয়ে ভারতের সীমান্ত নিরাপত্তা, নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ), জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) এবং প্রতিবেশী বাংলাদেশকে নিয়ে ভারতের কিছু রাজনৈতিক নেতার আচরণ নিয়ে সরব হয়েছেন। তিনি ভারতের অভ্যন্তরীণ নীতির পাশাপাশি প্রতিবেশী দেশের প্রতি সম্মান বজায় রাখার আহ্বান জানান।

বিএসএফ ও সীমান্ত নিয়ন্ত্রণে প্রশ্ন

মহুয়া মৈত্র বলেছেন, ভারতের সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা বিএসএফ (বর্ডার সিকিউরিটি ফোর্স) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি প্রশ্ন রয়েছে। তিনি বলেন, সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব যখন বিএসএফের, তখন অনুপ্রবেশের অভিযোগ কীভাবে শুধুমাত্র অন্যদের ওপর আসে? তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য ও স্বরাষ্ট্রমন্ত্রীর আচরণের মধ্যে দ্বিচারিতার কথা তুলে ধরেন।

বাংলাদেশের মানুষকে ‘বদ’ বলা রাজনৈতিক ভাষা?

মহুয়া মৈত্র ভারতের ক্ষমতাসীন দলের কিছু নেতার বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন, যারা বাংলাদেশের মানুষকে নেতিবাচক ও অসম্মানজনকভাবে উপস্থাপন করছেন। তার মতে, বাংলাদেশের মানুষকে ‘বদ’ বা ‘অসভ্য’ বলা পুরোপুরি অবৈধ এবং এটি প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের জন্য ক্ষতিকর।

জনবিন্যাস পরিবর্তনের ‘রাজনৈতিক খেলা’

তিনি সরাসরি অভিযোগ করেন, বিজেপির ‘মিশন ডেমোগ্রাফিক’ আসলে একটি গোপন পরিকল্পনা যার মাধ্যমে ভারতের ধর্মীয় সংখ্যালঘুদের ওপর চাপ সৃষ্টি ও বৈষম্য বৃদ্ধির চেষ্টা হচ্ছে। তার মতে, হিন্দু রাষ্ট্র গড়ার উদ্দেশ্যে জনবিন্যাস বদলের এই চেষ্টা মুসলিম ও সংখ্যালঘু সম্প্রদায়কে টার্গেট করে।

সিএএ ও এনআরসি নিয়ে কার্যকারিতা প্রশ্ন

মহুয়া মৈত্র নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) চালু হলেও তার বাস্তব প্রভাব প্রায় শূন্য বলেই দাবি করেন। তিনি উল্লেখ করেন, ২০২০ সাল থেকে মাত্র কয়েক হাজার মানুষ এই আইনের মাধ্যমে নাগরিকত্ব পেয়েছেন, যা আইনটির কার্যকারিতা নিয়ে বড় প্রশ্ন তোলে। তার মতে, এটি ভোটের আগে হিন্দু ভোট টানার রাজনৈতিক অস্ত্র মাত্র।

মতুয়া সম্প্রদায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা

মহুয়া মৈত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতুয়া সম্প্রদায়ের জন্য যেসব সহায়তা প্রদান করছেন তার প্রশংসা করেন। তিনি বলেন, মতুয়ারা এখন বুঝতে পেরেছেন যে বিজেপিকে ভোট দিয়ে তাদের কোনো লাভ হয়নি এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদের প্রয়োজন মতো সহায়তা দিচ্ছেন।

বাংলাদেশের প্রতি সম্মান বজায় রাখার আহ্বান

সবশেষে মহুয়া মৈত্র বলেন, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের প্রতি ভারতের সম্মানজনক ও মর্যাদাসম্পন্ন আচরণ করা উচিত। রাজনৈতিক স্বার্থে বাংলাদেশের মানুষকে অপমান করা কূটনৈতিক সম্পর্কের জন্য ক্ষতিকর এবং মানবিক দৃষ্টিকোণ থেকেও অগ্রহণযোগ্য।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে