ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

তথ্য গোপন, বরখাস্ত ডা. ফাতেমা দোজা

২০২৫ সেপ্টেম্বর ০১ ১৯:৪৭:২১
তথ্য গোপন, বরখাস্ত ডা. ফাতেমা দোজা

নিজস্ব প্রতিবেদক: অধ্যাপক ডা. ফাতেমা দোজাকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ। তাঁর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে, যার মধ্যে অন্যতম হলো—সরকারি চাকরি থেকে ইস্তফা দেওয়ার পর তথ্য গোপন করে পুনরায় চাকরিতে যোগদান, যুক্তরাষ্ট্রে আয়োজিত একটি আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের আমন্ত্রণপত্র পরিবর্তন করে কর্তৃপক্ষকে বিভ্রান্ত করা এবং একটি ফৌজদারি মামলায় কারাভোগের তথ্য গোপন করা।

এ সব অভিযোগের ভিত্তিতে তাঁকে ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) করা হয় এবং ২০২৩ সালের ২৬ নভেম্বর তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা (নং ৪২/২০২৩) দায়ের করা হয়। প্রথম কারণ দর্শানো নোটিশে কোনো জবাব না দেওয়ায় একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়, যাঁর তদন্তে অভিযোগগুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এরপর তাঁকে গুরুদণ্ডস্বরূপ বরখাস্ত করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং দ্বিতীয় কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়।

ডা. ফাতেমা দোজা এই নোটিশের জবাব দিলেও তা সন্তোষজনক না হওয়ায় স্বাস্থ্যসেবা বিভাগ তাঁর বরখাস্তের সিদ্ধান্ত বহাল রাখে। এ বিষয়ে সরকারি কর্ম কমিশনের মতামত চাওয়া হলে কমিশনও সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করে। চূড়ান্তভাবে রাষ্ট্রপতির অনুমোদনের পর সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর বিধি ৪(৩)(ঘ) অনুযায়ী তাঁকে বরখাস্ত করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, এই আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে