ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

নুরের শারীরিক অবস্থায় আপডেট জানালেন চিকিৎসক 

২০২৫ সেপ্টেম্বর ০১ ১২:৪৭:৫৯
নুরের শারীরিক অবস্থায় আপডেট জানালেন চিকিৎসক 

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

আজ সোমবার (১ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেলের পরিচালক ব্রি. জে. মো. আসাদুজ্জামান জানান, নুরের শারীরিক অবস্থা উন্নতি হচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে রিলিজ দেয়া যেতে পারে।

তিনি বলেন, শরীরের বিভিন্ন অংশের ক্ষতস্থান সেরে উঠতে ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগবে। নাকের ভাঙা অংশ নির্দিষ্ট স্থানে থাকায়, নাক স্বাভাবিক হয়ে যাবে।

এছাড়া বর্তমানে চিকিৎসকদের পরামর্শে স্বাভাবিক খাবার গ্রহণ করতে পারছেন নুর।

এদিন নুরের শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢাকা মেডিকেলে যান নৌপরিবহন উপদেষ্টা ব্রি. জে. (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে