ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে আসল তথ্য ফাঁস

২০২৫ সেপ্টেম্বর ০১ ০৯:৫৮:১০
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে আসল তথ্য ফাঁস

নিজস্ব প্রতিবেদক: সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গত রবিবার সকালে প্রধান বিচারপতি রিফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এই সাক্ষাৎ প্রধান বিচারপতির গুলশানের বাসভবনে অনুষ্ঠিত হয়। একই দিনে আর্মড ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।

এই দুই সাক্ষাতের খবর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ জনমনে নানা প্রশ্নের জন্ম দেয়। গুজব ছড়িয়ে পড়ে যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন। তবে অনুসন্ধানে জানা গেছে যে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন এবং প্রচারিত গুজবটি মিথ্যা।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাতকালে সেনাপ্রধান পিলখানা ট্র্যাজেডি এবং গুমের তদন্ত ও বিচার কার্যক্রম নিয়ে আলোচনা করেন। তিনি এই বিষয়ে আইনি দিকগুলো জানতে চান। অন্যদিকে, প্রধান উপদেষ্টার সঙ্গে পিএসও'র সাক্ষাৎ ছিল নিয়মিত কাজের অংশ। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার সঙ্গে সশস্ত্র বাহিনীর রুটিন কাজের অংশ হিসেবে পিএসও নিয়মিতই সাক্ষাতে যান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে