ঢাকা, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
Sharenews24

৫ ব্যাংক একীভূতকরণে বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত প্রস্তুতি

২০২৫ সেপ্টেম্বর ০১ ১২:০৫:০৫
৫ ব্যাংক একীভূতকরণে বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে খেলাপি ঋণ ও আর্থিক সংকটে জর্জরিত পাঁচটি ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়া নিয়ে বৈঠক চলছে। এই ব্যাংকগুলো হলো: সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, পদ্মা ব্যাংক এবং এক্সিম ব্যাংক।

এই বৈঠকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে 'সবশেষ শুনানি' হিসেবে উল্লেখ করা হচ্ছে। জানা গেছে, ব্যাংকগুলোর তীব্র খেলাপি ঋণসহ নানা সংকটের কারণে কেন্দ্রীয় ব্যাংক তাদের একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে।

পর্যায়ক্রমে এই পাঁচটি ব্যাংকের সঙ্গে বৈঠক করা হবে। গতকাল এক্সিম ব্যাংকের সঙ্গে বৈঠকের কথা থাকলেও, গভর্নরের অসুস্থতার কারণে তা সম্ভব হয়নি। আজ সোশ্যাল ইসলামী ব্যাংকের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর অন্যান্য বাকি ব্যাংকগুলোর সঙ্গেও বৈঠক করবেন গভর্নর।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, একীভূতকরণের জন্য ব্যাংকগুলো প্রায় সব প্রস্তুতি শেষ করেছে। একীভূতকরণের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা এবং নতুন ব্যাংকের নাম কী হবে, সে বিষয়েও প্রস্তাবনা চলছে। এই ব্যাংকগুলোর খেলাপি ঋণের ঘাটতি ২ লাখ ৮৬ হাজার কোটি টাকার বেশি।

সবগুলো ব্যাংকের শুনানি ও আলোচনা শেষে একীভূতকরণ প্রক্রিয়ার সময়সীমা এবং অন্যান্য চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে কেন্দ্রীয় ব্যাংক থেকে জানানো হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে