ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

বিদেশি ইন্টারনেট সেবা নিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন

২০২৫ সেপ্টেম্বর ০১ ০৯:৪৯:১৭
বিদেশি ইন্টারনেট সেবা নিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংক বিদেশি ইন্টারনেট ব্যান্ডউইথ সেবার মূল্য পরিশোধ প্রক্রিয়া সহজ করেছে। এখন থেকে এই সেবা কেনার ক্ষেত্রে আর কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন প্রয়োজন হবে না। বাণিজ্যিক ব্যাংকগুলো নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করে সরাসরি বৈদেশিক মুদ্রা পাঠাতে পারবে।

৩১ আগস্ট এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়েছে, অর্থ ছাড়ের আগে ব্যাংকগুলোকে কিছু নথিপত্র যাচাই করতে হবে—যেমন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লাইসেন্স, বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির কপি, বিটিআরসি ও অন্যান্য সংস্থার অনুমোদন, কর সনদ, ইনভয়েস এবং নিরীক্ষিত হিসাব বিবরণী। এসব নথি সংরক্ষণ করে রাখতে হবে এবং বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনকালে উপস্থাপন করতে হবে। একই সঙ্গে মানি লন্ডারিং প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়নবিরোধী নীতিমালা যথাযথভাবে অনুসরণ করতে হবে।

এছাড়া, বিদেশি আমদানিকারক বা ঠিকাদারের অনুকূলে পারফরম্যান্স বন্ড বা গ্যারান্টি ইস্যুর ক্ষেত্রেও কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদনের প্রয়োজন হবে না। এখন থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো স্থানীয় রপ্তানিকারক ও সাব-কন্ট্রাক্টরের পক্ষে এসব গ্যারান্টি দিতে পারবে সাধারণ অনুমোদনের আওতায়।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, এই সিদ্ধান্তের ফলে রপ্তানি বাণিজ্য সহজ হবে, প্রকল্প বাস্তবায়নে গতি আসবে এবং বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়বে। খাত সংশ্লিষ্টরাও মনে করছেন, এই নির্দেশনার ফলে সময় ও জটিলতা দুইই কমবে। বিশেষ করে ব্যান্ডউইথ সেবার মূল্য পরিশোধে বিলম্ব হবে না, যা আন্তর্জাতিক লেনদেনকে আরও কার্যকর ও সহজতর করবে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে