ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫
Sharenews24

দেশের মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ

২০২৫ আগস্ট ৩১ ১৯:০১:৪৪
দেশের মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ

নিজস্ব প্রতিবেদক: এ দফায় হালনাগাদ ভোটার তালিকার চূড়ান্ত খসড়া প্রকাশ করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার (৩১ আগস্টা) বিকেলে নির্বাচন কমিশন অফিসে সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করা হয়।

তালিকায় মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ ২৭ হাজায় ৫০৪ জন। যার মধ্যে নতুন করে অন্তর্ভুক্ত হয়েছে ১ কোটি ৩৭ লাখ ৬৪২ জন এবং তালিকা থেকে বাদ পড়েছে ১ হাজার ৩৮ জন।

মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন। নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং তৃতীয় লিঙ্গের মোট ভোটার ১২৩০ জন।

আগামী ৩১ অক্টবরের মধ্যে যাদের বয়স ১৮ বছর হবে, তাদের নতুন করে হালনাগাদ তালিকায় সংযুক্ত করে তৃতীয় ধাপে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে