ঢাকা, শনিবার, ৩০ আগস্ট ২০২৫
Sharenews24

কেএফসির চিকেন নিয়ে আদালতে তৌহিদ আফ্রিদির পরিবার

২০২৫ আগস্ট ৩০ ২০:২৪:৪৭
কেএফসির চিকেন নিয়ে আদালতে তৌহিদ আফ্রিদির পরিবার

নিজস্ব প্রতিবেদক: জাতীয় আন্দোলনকালে হত্যামামলায় গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির পরিবারের সদস্যরা আদালতে তার প্রিয় খাবার—কেএফসির চিকেন নিয়ে এসেছিলেন। কিন্তু আদালত থেকে অনুমতি না পাওয়ায় তা খেতে পারেননি তৌহিদ আফ্রিদি।

শনিবার (৩০ আগস্ট) ঢাকার আদালতে তৌহিদ আফ্রিদিকে পাঁচ দিনের রিমান্ড শেষে হাজির করা হয়। তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়েছিল। আদালতে এদিন তৌহিদ আফ্রিদির জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়, তবে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়।

তৌহিদ আফ্রিদির মা, বোন ও স্ত্রী আদালতে এসে তার সঙ্গে দেখা করতে চান এবং তারা তার প্রিয় কেএফসির খাবারও নিয়ে এসেছিলেন। তার চাচী বলেন, "তৌহিদ আফ্রিদি কেএফসির চিকেন পছন্দ করে, তাই খাবার নিয়ে এসেছি।" তবে আদালতের সিদ্ধান্তে সেসব খাবার খেতে পারলেন না তৌহিদ।

তৌহিদ আফ্রিদি যখন কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন, তখন তার মা, বোন এবং স্ত্রী তাকে দেখা করতে যান। মা তৌহিদকে বুকে টেনে নেন এবং তার মাথায় ও বুকেও হাত বুলিয়ে দেন। তার বোনও তাকে আদর করেন এবং পানির বোতল এগিয়ে দেন। তৌহিদ আফ্রিদির চাচী কান্না করছিলেন আর তিনি তাকে শান্তনা দেন।

গত ১৭ আগস্ট গুলশান থেকে মাইটিভির চেয়ারম্যান তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে পুলিশ। পরের দিন তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে ২৩ আগস্ট তাকে কারাগারে পাঠানো হয়।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে