ঢাকা, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

সাংবাদিকের ভয়ার্ত লাইভ দেখে কাঁপছে নেটদুনিয়া

২০২৫ আগস্ট ৩১ ১৫:২১:০৮
সাংবাদিকের ভয়ার্ত লাইভ দেখে কাঁপছে নেটদুনিয়া

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের পাঞ্জাবে ভয়াবহ বন্যার মধ্যে সরাসরি প্রতিবেদনের সময় এক নারী সাংবাদিকের ভয়াবহ অভিজ্ঞতা ভিডিও আকারে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। মেহরুন্নিসা নামের ওই তরুণী সাংবাদিক একটি দুলতে থাকা নৌকা থেকে রিপোর্ট করছিলেন। শুরুতে গম্ভীর কণ্ঠে পরিস্থিতি বর্ণনা করলেও অল্প কিছুক্ষণের মধ্যে ভয় পেয়ে চিৎকার করে ওঠেন—এমন দৃশ্য দেখে হঠাৎ করেই ভিডিওটি ঘুরে বেড়াতে থাকে অনলাইনে।

ভিডিওতে মেহরুন্নিসাকে বলতে শোনা যায়—“যেমন দেখতে পাচ্ছেন, পানির চাপ বেড়ে যাচ্ছে।”

কিছুক্ষণ পর নৌকার দুলুনি বাড়লে ভয় পেয়ে তিনি চিৎকার করেন,“বেশি ভয় লাগছে, কখনও এই পাশে যায়, কখনও ওই পাশে যায়—আমাদের ব্যালান্স হচ্ছে না!”

শেষে কান্নাজড়ানো কণ্ঠে তিনি বলেন,“আপনারা আমাদের জন্য দোয়া করুন, গাইজ।”

ভিডিওতে মেহরুন্নিসার হাতে থাকা মাইকে ‘বিবিসি উর্দু’ লেখা থাকায় অনেকেই ধরে নেন তিনি বিবিসি উর্দুর সাংবাদিক। পরে খোঁজ নিয়ে জানা যায়, তিনি আসলে একটি স্থানীয় ডিজিটাল মিডিয়া ‘ভাই ভাই চ্যানেল (BBC: Bhai Bhai Channel)’-এর হয়ে কাজ করছিলেন। এই চ্যানেলটি বেআইনিভাবে বিবিসি নামের অনুরূপ লোগো ব্যবহার করছিল।

ভিডিও ছড়িয়ে পড়ার পর বিবিসি উর্দু এক বিবৃতিতে জানায়,“পাকিস্তানে ‘বিবিসি উর্দু নিউজ পাঞ্জাব টিভি’ নামে একটি প্রতিষ্ঠান বেআইনিভাবে আমাদের নাম ব্যবহার করছে। এর সঙ্গে বিবিসির কোনো সম্পর্ক নেই। আমরা কাউকে আমাদের নাম বা লোগো ব্যবহারের অনুমতি দিইনি।”

তারা আরও সতর্কবার্তা দিয়ে জানায়—“বিবিসির নামে প্রকাশিত যেকোনো কনটেন্ট যাচাই করুন—তা কি বিবিসির অফিসিয়াল প্ল্যাটফর্মে রয়েছে?”

বিবিসির বক্তব্যের পরেও থেমে থাকেননি মেহরুন্নিসা। তিনি বলেন,“মানুষ বলছে আমরা বিবিসি কপি করেছি। কিন্তু আমাদের বিবিসি মানে ভাই ভাই চ্যানেল। আর তাদের বিবিসি মানে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন।”

বিবিসির কপিরাইট আপত্তির পর মেহরুন্নিসার ইউটিউব ও টিকটক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে।

জিও নিউজকে তিনি বলেন,“আমাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। আমি বিবিসিকে অনুরোধ করছি, দয়া করে স্ট্রাইক তুলে নিন। আমরা ছোট একটা লাহোরভিত্তিক চ্যানেল। আমরা কঠোর পরিশ্রম করি। আমাদের সঙ্গে বিবিসির কোনো প্রতিযোগিতা নেই।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে