ঢাকা, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ফরহাদের ‘ছাত্রলীগ বনাম শিবির’ বিতর্কে মুখ খুললেন আসল ফরহাদ

২০২৫ সেপ্টেম্বর ০৩ ১৬:১৮:০১
ফরহাদের ‘ছাত্রলীগ বনাম শিবির’ বিতর্কে মুখ খুললেন আসল ফরহাদ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই নামে দুজন শিক্ষার্থীর কারণে তৈরি হয়েছে চাঞ্চল্য ও বিভ্রান্তি। একজন ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি এস এম ফরহাদ এবং অন্যজন কবি জসীমউদ্দীন হল ছাত্রলীগের সহ-সভাপতি এস এম ফরহাদ হোসাইন। নামের মিল থাকলেও তারা এক ব্যক্তি নন—এ বিষয়ে পরিষ্কার করতেই ভিডিও বার্তা দিয়েছেন ছাত্রলীগের সাবেক নেতা ফরহাদ হোসাইন।

বুধবার (৩ সেপ্টেম্বর) প্রকাশিত ভিডিও বার্তায় ফরহাদ হোসাইন বলেন, তিনি ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী এবং জসীমউদ্দীন হলের ছাত্র। অন্যদিকে, ছাত্রশিবিরের ফরহাদ সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ সেশনের ছাত্র এবং তার বাসা চট্টগ্রামে, যেখানে ফরহাদ হোসাইনের বাসা সাতক্ষীরায়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ মূলধারার গণমাধ্যমেও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে জানান তিনি।

ফরহাদ হোসাইন বলেন, ২০২৪ সালের ১৪ জুলাই ছাত্রলীগের সহসভাপতি হিসেবে তিনি দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং রাজু ভাস্কর্যে গিয়ে সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান। সেদিনসহ পরবর্তী কয়েক দিন তিনি আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। তিনি স্পষ্ট করেন, এই কর্মকাণ্ডে অংশগ্রহণকারী ফরহাদ হোসাইন তিনি নিজেই; শিবিরের ফরহাদ নন।

তিনি আরও বলেন, ডাকসু নির্বাচনকে ঘিরে ফরহাদের নামে রিট করা হতে পারে, তবে দুজনকে গুলিয়ে ফেলা অনুচিত। তাই বিভ্রান্তি দূর করতেই তিনি ভিডিও বার্তায় আসল তথ্য তুলে ধরেছেন।

সবশেষে ফরহাদ হোসাইন জানান, জসীমউদ্দীন হলের ভিপি প্রার্থী আবিদ তার সিনিয়র এবং প্রিয় ভাই। তিনি নিজে সরাসরি প্রার্থী না হলেও সবার জন্য শুভকামনা জানান। বলেন, ছাত্ররা যাকে সৎ ও যোগ্য মনে করবে, তার হাতেই নেতৃত্ব অর্পণ করবে—এই আশা তার।

এর আগে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর একটি ফেসবুক পোস্টেও তিনি একই তথ্য প্রকাশ করেন এবং বলেন, ছাত্রশিবিরের ফরহাদ তার ছোট ভাই, হল ডিবেটিং ক্লাবের জুনিয়র ও একজন ভদ্র ছেলে। তিনিও তার জন্য শুভকামনা জানান।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে