ঢাকা, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

এক্সিম ব্যাংকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ব্যাংক এশিয়ার

২০২৫ সেপ্টেম্বর ০৩ ২৩:৪৩:২২
এক্সিম ব্যাংকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ব্যাংক এশিয়ার

নিজস্ব প্রতিবেদক: এক্সিম ব্যাংক লিমিটেডের বিরুদ্ধে দায়ের করা ঋণ খেলাপির মামলা প্রত্যাহার করে নিয়েছে ব্যাংক এশিয়া পিএলসি। ৩৯২ কোটি টাকার ঋণ পরিশোধের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) ঢাকার অর্থঋণ আদালত-৫ এর বিচারক মোজাহেদুর রহমানের কাছে ব্যাংক এশিয়া জানায়, এক্সিম ব্যাংকের সঙ্গে তাদের ঋণ সংক্রান্ত সব পাওনা মিটে গেছে। এরপর ব্যাংক এশিয়া মামলা প্রত্যাহারের আবেদন করলে আদালত শুনানি শেষে তা মঞ্জুর করেন। আদালতের কর্মকর্তা মো. ইমরুল এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত ৪ আগস্ট একই আদালত ঋণ খেলাপির কারণে এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয় সাময়িকভাবে অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছিলেন। আদালতের এই নির্দেশের পর গত ২৭ আগস্ট এক্সিম ব্যাংক সুদসহ ৩৯২.২১ কোটি টাকা ব্যাংক এশিয়াকে পরিশোধ করে।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালে এক্সিম ব্যাংক তাদের তারল্য সংকট মেটাতে ব্যাংক এশিয়ার কাছ থেকে ৩৫০ কোটি টাকা ঋণ নিয়েছিল। নির্ধারিত সময়ে ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় ব্যাংক এশিয়া আদালতের দ্বারস্থ হয়।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে