ঢাকা, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ডাকসু নির্বাচন নিয়ে মুখ খুললেন শায়খ আহমাদুল্লাহ

২০২৫ সেপ্টেম্বর ০৩ ১৫:৫১:২৬
ডাকসু নির্বাচন নিয়ে মুখ খুললেন শায়খ আহমাদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক : ইসলাম একটি সর্বকালীন পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। এটি মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক জীবনের প্রতিটি ক্ষেত্রে বিস্তারিত নির্দেশনা দিয়েছে। অর্থনীতি, নিরাপত্তা, আইন ও বিচার, পররাষ্ট্রনীতি—সবকিছুতেই ইসলামের দিকনির্দেশনা রয়েছে। তাই দুনিয়ার বিষয়েও ইসলাম ভারসাম্যপূর্ণ নীতিমালার মাধ্যমে সমাজ পরিচালনার আহ্বান জানায়। এই দৃষ্টিকোণ থেকে ইসলামে ভোট এবং নির্বাচন প্রক্রিয়ার গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইসলামের দৃষ্টিতে দুর্নীতিবাজ, সন্ত্রাসী, ঘুষখোর, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনকারী, মিথ্যাবাদী বা খোদাদ্রোহী ব্যক্তি নির্বাচনে প্রার্থী হওয়ার কোনো সুযোগ নেই। বরং ইসলাম নির্বাচন প্রক্রিয়ায় প্রার্থী বা প্রতিনিধির সততা, যোগ্যতা, খোদাভীতি, ইমান, আমল, জ্ঞান ও চরিত্রকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। তাই নির্বাচনের স্বচ্ছতা যেমন জরুরি, তেমনি প্রার্থীর গুণাবলিও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। কাকে ভোট দেওয়া উচিত—এই প্রশ্নে পরামর্শ দিয়েছেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ শায়খ আহমাদুল্লাহ। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কাকে ভোট দিলে শিক্ষাঙ্গনে কাঙ্ক্ষিত পরিবেশ ফিরে আসবে এবং ইসলাম চর্চার জন্য উপযোগী একটি পরিবেশ তৈরি হবে।

শায়খ আহমাদুল্লাহ অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দেশের অন্যতম শীর্ষ এই শিক্ষাপ্রতিষ্ঠানে নারী শিক্ষার্থীরা পর্দা রক্ষা করে স্বাধীনভাবে চলাফেরা ও দ্বীন পালন করতে পারছেন না। এমনকি ধর্মীয় অনুশীলনকারী শিক্ষার্থীদেরও বিভিন্ন ট্যাগ দিয়ে কোণঠাসা করার প্রচেষ্টা চলেছে। এ অবস্থার অবসানের জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান, যেন তারা নির্বাচনী প্রচারণার সময় এসব বিষয় প্রার্থীদের সামনে তুলে ধরেন এবং প্রতিশ্রুতি আদায় করেন।

তিনি আরও বলেন, ভোট একটি আমানত। শুধুমাত্র দলীয় চিন্তা, ব্যক্তি স্বার্থ বা সাময়িক ইস্যু বিবেচনা করে ভোট দেওয়া খেয়ানতের শামিল। বরং যিনি বেশি দায়িত্বশীল, দ্বীনদার, এবং শিক্ষাঙ্গনের কল্যাণে কাজ করবেন বলে বিশ্বাসযোগ্য, তাকেই আল্লাহর ওপর ভরসা করে ভোট দেওয়া উচিত।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে