ঢাকা, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

মিউচ্যুয়াল ফান্ডে আস্থা বাড়াতে চায় মিডল্যান্ড ব্যাংক

২০২৫ সেপ্টেম্বর ০৩ ২১:৪৫:৩৭
মিউচ্যুয়াল ফান্ডে আস্থা বাড়াতে চায় মিডল্যান্ড ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করতে শেয়ারবাজারে দুটি নতুন মিউচুয়াল ফান্ড চালু করছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। এর অংশ হিসেবে ব্যাংকটি 'মিডল্যান্ড ব্যাংক গ্রোথ ফান্ড' এবং 'মিডল্যান্ড ব্যাংক ব্যালান্সড ফান্ড' নামে দুটি ফান্ড পরিচালনার জন্য সম্প্রতি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সঙ্গে ট্রাস্ট ডিড চুক্তি সম্পন্ন করেছে।

আজ বুধবার (০৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে অবস্থিত ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান এবং সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানি সেক্রেটারি মো. মিজানুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

নতুন ফান্ড দুটির সম্পদ ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে মিডল্যান্ড ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। অন্যদিকে, কমার্শিয়াল ব্যাংক অব সিলন বাংলাদেশ পিএলসি ফান্ডগুলোর কাস্টডিয়ান হিসেবে কাজ করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের এমডি ও সিইও মো. আহসান-উজ জামান বলেন, এই মিউচুয়াল ফান্ডগুলো দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের জন্য প্রবৃদ্ধি ও সুষম রিটার্ন নিশ্চিত করবে। তিনি আরও জানান, অভিজ্ঞ একটি দল এই ফান্ডগুলো পরিচালনা করবে, যা শেয়ারবাজারের গভীরতা ও স্থিতিশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এরই মধ্যে ফান্ড দুটি চালুর অনুমোদন দিয়েছে। প্রতিটি ফান্ডের প্রাথমিক আকার নির্ধারণ করা হয়েছে ২৫ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা হিসেবে মিডল্যান্ড ব্যাংক নিজেই ১০ শতাংশ বা ২ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগ করবে।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে