ঢাকা, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

আকিজবশির গ্রুপের উপ-মহাব্যবস্থাপক হলেন শাহরিয়ার জামান

২০২৫ সেপ্টেম্বর ০৩ ১৮:০৫:৩৯
আকিজবশির গ্রুপের উপ-মহাব্যবস্থাপক হলেন শাহরিয়ার জামান

নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজবশির গ্রুপের উপ-মহাব্যবস্থাপক, হেড অব মার্কেটিং হিসেবে পদোন্নতি পেয়েছেন শাহরিয়ার জামান।

সম্প্রতি কোম্পানির পক্ষ থেকে তাকে এ পদোন্নতি দেওয়া হয়। পদোন্নতির খবর নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে তিনি লেখেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাকে আকিজবশির গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার, হেড অব মার্কেটিং হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে!’

‘আমার প্রতি আস্থা রেখে এ স্বীকৃতি দেওয়ার জন্য আমি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ। বিশেষ করে খুরশেদ আলম স্যারের অবিরাম নির্দেশনা ও সমর্থনের জন্য কৃতজ্ঞ, যা আমার যাত্রাকে সহজ করে দেয়। একইসঙ্গে আমার অসাধারণ মার্কেটিং টিমকে অনেক ধন্যবাদ, যাদের আবেগ ও নিষ্ঠা আমাকে প্রতিদিন অনুপ্রাণিত করে। নতুন শক্তি ও উদ্দেশ্য আগামীর চ্যালেঞ্জ নিয়ে সামনে এগিয়ে যাব। এ যাত্রা অব্যাহত থাকবে!’

ডায়নামিক মার্কেটিংয়ে এক দশকেরও বেশি সময় ধরে কাজ করা শাহরিয়ার জামান নিজের ক্যারিয়ার শুরু করেন একজন সাংবাদিক হিসেবে। শুরুতে তিনি একটি জাতীয় দৈনিকে কন্ট্রিবিউটিং রিপোর্টার হিসেবে কাজ করেন। পরে আন্তর্জাতিক বিজ্ঞাপনী সংস্থা বিবিডিও (BBDO)-তে কাজ করেন। সেখান থেকে তার ব্র্যান্ডিং ও মার্কেটিং কৌশলের প্রতি আগ্রহ তৈরি হয়। এরপর কাজ শুরু করেন আকিজবশির গ্রুপের সঙ্গে।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে